শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯৫ বার পড়া হয়েছে

ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনী সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) সকালে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। সেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনী প্রধান। পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা।
এর আগে, শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সিনিয়র কর্মকর্তারা ড. ইউনূসকে অভ্যর্থনা জানান।