হত্যাকাণ্ডে জড়িতদের অপরাধ ট্রাইব্যুনালে বিচার চায় জামায়াত
- আপডেট সময় : ০৪:২৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।
আজ শুক্রবার (৬ই সেপ্টেম্বর) রাজধানীতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ২৫ জনের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তারা।
একইসাথে শহীদদের পরিবারের সুনির্দিষ্ট তালিকা করে তাদের কর্মসংস্থান ও পুণর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান জামায়াত নেতারা।
স্বজন হারানোর স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রাজধানীর শনিরআখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বজনদের হত্যার বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতারা।
নতুন বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর আমিরুল ইসলাম বুলবুল। যারা সরকার পতনের সুযোগ নিয়ে লুটপাট চাঁদাবাজি করে ছাত্র জনতার রক্ত অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। হত্যাকাণ্ডে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি।
পরে আন্দোলনে নিহত ২৫ জনের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেন জামায়াত নেতারা।