ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ মাস বয়সী শিশু সন্তান রয়েছে। দুর্ঘটনায় আহত হন আরও ৪ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদরের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার মৃত মোস্তফার ছেলে মো. মামুন (৪০), তার ৫ মাস বয়সী শিশু ছেলে সাইফান, একই উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত হাসান হাজারীর ছেলে ও মাইক্রোবাসের চালক আলাউদ্দিন হাজারী (৫৫) এবং নরসিংদী জেলার শিবপুর থানার বাহেরদিয়া গ্রামের নুর মিয়ার স্ত্রী সাজেদা খাতুন (৪০)

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় একটি পিকআপ বিকল হয়ে সড়কের পাশে দাঁড়ানো ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ওই পিকআপটিকে ওভারটেক করছিল একটি মাইক্রোবাস। এ সময় পেছন দিক থেকে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এ সময় গুরতর আহত ৫ মাস বয়সী শিশু সাইফানকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

আপডেট সময় : ১২:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ মাস বয়সী শিশু সন্তান রয়েছে। দুর্ঘটনায় আহত হন আরও ৪ জন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদরের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার মৃত মোস্তফার ছেলে মো. মামুন (৪০), তার ৫ মাস বয়সী শিশু ছেলে সাইফান, একই উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত হাসান হাজারীর ছেলে ও মাইক্রোবাসের চালক আলাউদ্দিন হাজারী (৫৫) এবং নরসিংদী জেলার শিবপুর থানার বাহেরদিয়া গ্রামের নুর মিয়ার স্ত্রী সাজেদা খাতুন (৪০)

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় একটি পিকআপ বিকল হয়ে সড়কের পাশে দাঁড়ানো ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ওই পিকআপটিকে ওভারটেক করছিল একটি মাইক্রোবাস। এ সময় পেছন দিক থেকে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এ সময় গুরতর আহত ৫ মাস বয়সী শিশু সাইফানকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।