জেনিন থেকে সেনা প্রত্যাহার করে নিলো ইসরায়েল
- আপডেট সময় : ১২:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
গাজার জেনিন এবং ওই অঞ্চলে থাকা শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। জেনিনে ১০দিন ব্যাপী তাণ্ডব চালানোর পর এমন সিদ্ধান্ত নিলো তেল আবিব। ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জেনিনে ইসরায়েলি হামলায় ২১ জন নিহত হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জেনিনে ইসরায়েল বাহিনী অবকাঠামোর ব্যাপক ক্ষতি করেছে।
এদিকে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, গাজার পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী নিষ্ঠুরভাবে হামলা চালিয়ে। যার সর্বশেষ উদাহরণ হলো জেনিন, তুলকার্ম ও শরণার্থী শিবিরে হামলা।
গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। মূলত ওইদিন ইসরায়েলের অভ্যন্তরে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বহু বছর ধরে চলা ইসরায়েলের নির্যাতম ও জুলুমের প্রতিবাদ জানাতে সেই হামলা চালানো হয়। হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।
এ ঘটনার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।