বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ, চিকিৎসকদের সমর্থনে সর্বস্তরের মানুষ

- আপডেট সময় : ০১:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯২ বার পড়া হয়েছে

ভারতের আরজি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার তিন সপ্তাহ পরও সুবিচার না পাওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছে জুনিয়র চিকিৎসকরা। বর্তমানে আরজি কর মেডিকেল হাসপাতালের ভিতর অবস্থান কর্মসূচি পালন করছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে সাধারণ জনগণও। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাজপথে ধ্বনিত হচ্ছে জাস্টিস ফর আরজি কর।
আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যামামলার শুনানির নতুন দিনক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার, ৯ সেপ্টেম্বর হবে শুনানি। ওইদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হবে। মামলা শুনবেন আরও দুই বিচারপতি- জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। বৃহস্পতিবার মামলার মুনানী হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতির এজলাস না বসায় তা স্তগিত হয়।