ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান: রোনালদো
- আপডেট সময় : ০১:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
গতকাল বৃহস্পতিবার রাতে নেশনস লিগের গ্রুপ পর্বের বাছাইয়ের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে দারুণ একটি মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ৯০০ গোল করলেন রোনালদো। অনন্য এ কীর্তির পর কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন ৩৯ বছর বয়সী আল নাসর স্ট্রাইকার।
রোনালদোর মাইলফলকের রাতে পর্তুগাল ২-১ গোলের জয় পেয়েছে। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে রোনালদো মন্তব্য করেছেন, পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান।
আগে থেকেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা রোনালদোর দখলে। গতকাল সেটিকে বাড়িয়ে ১৩১ গোলে নিয়েছেন পর্তুগিজ তারকা। এর সঙ্গে ক্লাবের ৭৬৯ গোল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯০০, যা আর কারও নেই।
অনন্য এ অর্জন প্রসঙ্গে ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘এটা আমার কাছে বিশাল কিছু। এটা এমন একটা মাইলফলক, যা আমি অনেকদিন ধরেই ছুঁতে চেয়েছিলাম। আমি জানতাম, এটা আসবেই। কারণ আমি খেলা চালিয়ে যাচ্ছি, এটা স্বাভাবিকভাবেই আসার কথা।’
গোল করে আবেগপ্রবণ হওয়া সম্পর্কে রোনালদো বলেছেন, ‘এটা ভীষণ আবেগি মুহূর্ত ছিল। যদিও এটা অন্যসব কীর্তির মতোই মনে হতে পারে, কিন্তু শুধু আমি জানি, আমার আশ-পাশের মানুষ জানে, এখানে পৌঁছাতে দিনের পর দিন আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। ৯০০ গোল করতে শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখতে হয়েছে। আমার পুরো ক্যারিয়ারে এটা অনন্য কীর্তি।’
রোনালদো যোগ করেন, ‘আপনারা জানেন, আমি সাড়ে ৩৯ বছর বয়সী, সবকিছু ঠিকঠাক করার জন্য আমাকে অনেক মনোযোগী হতে হয়। অনেক ডেডিকেশন লাগে। এই কারণেই, যখন এই রেকর্ডগুলো হয়, আমি বেশ আবেগপ্রবণ হয়ে যাই।’
দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে পর্তুগালের হয়ে এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছেন রোনালদো। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের পর ২০১৯ এর নেশনস লিগ শিরোপা। সেটির প্রসঙ্গ টেনে এনে রোনালদো বলেছেন, ‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান। পর্তুগালের হয়ে আমি ইতিমধ্যে দুটি শিরোপা (ইউরো ও নেশন্স লিগ) জিতেছি, যা আমি জিততে চেয়েছিলাম। আমি এর দ্বারা অনুপ্রাণিত নই। আমি ফুটবলকে উপভোগ করে অনুপ্রাণিত হই। আর রেকর্ডগুলো আপনা আপনি আসে। আমি রেকর্ড ভাঙি না, রেকর্ডই আমাকে তাড়া করে।’