জাতীয় সংগীত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৩ বার পড়া হয়েছে
ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন বলেছেন, জাতীয় সংগীত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না। বিতর্ক সৃষ্টি করে এমন কোনো কাজ করবে না অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার সকালে রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজ করছে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য।
উপদেষ্টা বলেন, ‘আমরা হলাম, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা। আমাদের ইকোনমি, ২ দশমিক ২ বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে। আরও আসতেছে। এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি এবং যখনই নির্বাচন দেওয়ার পরিবেশ হবে তখনই নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব।’
ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসা শিক্ষার্থীরা। সেজন্য তাদের নিয়ে এখন বড় স্বপ্ন দেখতে হবে।
সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর মূল কারণ ছিল রাজনৈতিক, ধর্মীয় নয়।’
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদেরও সম্পৃক্ত করা হবে। কেউ হামলার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে কিছু জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনায় খালিদ হোসেন বলেন, দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা হয়েছে। তবে সেগুলোর বেশির ভাগই রাজনৈতিক কারণে।