বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বগুড়া শহরের বেশিরভাগ সড়কের বেহাল অবস্থা যে কারণে সরবরাহ বাড়লেও কমছে না ডিমের দাম বিশ্বকাপ বাছাই: পেরুকে ৪-০ গোলে হারালো ব্রাজিল নতুন মামলায় সালমান-মামুন ও জিয়াউল গ্রেপ্তার অভিযোগ ওঠা বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিম্নচাপে পরিণত লঘুচাপ, বন্দরে সতর্কতা ১০ অতিরিক্ত আইজিপিকে বদলি ও পদায়ন ছয় মাসের মধ্যে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষে পূর্ণাঙ্গ আদেশ যুক্তরাষ্ট্রের কথা শুনব, তবে সিদ্ধান্ত নেবে ইসরাইল ‘বিয়ের কার্ড’ শেয়ার করেছিলেন দীঘি, আসছে সেই সিনেমা দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত বিচারপতিদের চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর ভোলা উচিত নয় জাতিসংঘের সিদ্ধান্তেই ইসরায়েলের সৃষ্টি ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ২৩ আত্মগোপনে থাকা শিল্পীদের উদ্দেশে ওমর সানীর বার্তা বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় পা রেখেছেন নতুন কোচ ফিল সিমন্স বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা সনাতন ধর্মাবলম্বীদের আজ লক্ষ্মীপূজা
ব্রেকিং নিউজ :
আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনের মধ্যে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ২৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
ঈদের আগে ছুটির তিনদিন খোলা থাকবে ব্যাংক
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থপাচার বন্ধসহ টাকার নিরাপত্তার স্বার্থে গত ৮ আগস্ট ব্যাংক থেকে নগদ টাকা তোলার সর্বোচ্চ সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। পরে নগদ টাকা তোলার সীমা কয়েক দফায় বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ লাখের পর্যন্ত করা হয়েছিল। এবার সেই সীমাও তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক। আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে যেকোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রহকরা।

আজ শনিবার (৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, আগামী রোববার থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যে কোনো পরিমাণের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

এদিকে গত ৮ আগস্ট ব্যাংকের গ্রাহক এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা তুলতে পারেননি। তবে সেই সময় একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন।

পরে গত ১১ আগস্ট থেকে এই নগদ টাকা তোলার সীমা বাড়িয়ে দুই লাখের পর্যন্ত করা হয়েছিল। সেখান থেকে আরও তিন দফায় নগদ টাকা তোলার সীমা বাড়িয়ে সবশেষ সর্বোচ্চ পাঁচ লাখের পর্যন্ত করা হয়েছিল। নগদ টাকার চাহিদা বাড়ায় ফের আজ নতুন ঘোষণা দিল কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, আগামীকাল রোববার থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই। মানে পূর্বের নিয়মে ব্যাংক থেকে যেকোনো পরিমাণ নগদ টাকা তোলা যাবে।

একাধিক বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা বলেন, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বহুগুণে বেড়ে যায়। এতে বিশেষ করে আওয়ামী লীগপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে নগদ টাকা উত্তোলনের চাপ ছিল বেশি। এসব অর্থ যাতে অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা দিয়ে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ