আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে গিয়ে জুলাই-আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবে নিরাপত্তা বাহিনীর দ্বারা গুরুতর আহত ব্যক্তিদেও দেখতে গেছেন। এ সময় তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।
আজ শনিবার সকালে হাসপাতালটিতে চিকিৎসাধীনদের দেখতে যান। হাসপাতালটিতে এখন পর্যন্ত এগারোজন চিকিৎসাধীন আছেন যাদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছাত্রও রয়েছে ।
হাসপাতালের পরিচালক কাজী দিন মোহাম্মদ জানান “তিনি (প্রধান উপদেষ্টা) আইসিইউতে চিকিৎসাধীন চারজন ছাত্রের অবস্থাও দেখেছেন,”
পরিচালক বলেন “চারজনের মাথায় গুলি লেগেছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।”
এই সময় হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।