প্রায় ১০ বছরের মধ্যে গত আগস্টে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির রেকর্ড গড়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংক যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, মুদ্রাস্ফীতি হয়েছে তার চেয়ে অনেকটাই বেশি।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদেন এ তথ্য দিয়েছে। বলিভিয়ার জাতীয় পরিসংখ্যান অফিস আইএনই-এর শুক্রবারের তথ্যে দেখা গেছে, ১২ মাসের হিসাবে ১ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধির সাথে আগস্টে মুদ্রাস্ফীতি ৫ দশমিক ১৯ শতাংশ।
বেশ কয়েক বছর ধরেই অর্থনতিকভাবে অনেকটাই বিপর্যস্ত বলিভিয়া। রিজার্ভ সংকট অস্থিরতা সৃষ্টি করেছে। গত বছর শুরু হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি জনগণের কাছে ডলার বিক্রি।
প্রতিবেদন বলছে, প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি হয়েছে আগস্টে। অথচ এই বছরের জন্য মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বার্ষিক হিসাবে ২০১৫ সালের ফেব্রুয়ারির মুদ্রাস্ফীতি গত আগস্টের মুদ্রাস্ফীতির রেকর্ড ছাড়িয়েছিল। আর মাসের হিসাবে ২০১১ সালের ফেব্রুয়ারিতে হয়েছিল গত মাসের চেয়ে বেশি মুদ্রাস্ফীতি।
আট মাসের গড় মুদ্রাস্ফীতির হিসাব বলছে, এই সময়ের মধ্যে মুদ্রাস্ফীতি গড়ে ৪ দশমিক ৬১ শতাংশ। আগের বছরের একই সময়ে মুদ্রাস্ফীতি ছিল ১ দশমিক ৫৫ শতাংশ।
আইএনই পরিচালক হাম্বারতো আরন্দিয়া একটি প্রেস কনফারেন্সে বলেন, চাল, মুরগি, টমেটো এবং অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়েছে।
রয়টার্স লিখেছে, গত ১৪ বছরে সবচেয়ে বেশি সংখ্যক দাবানলের প্রাদুর্ভাবের সঙ্গে লড়তে হয়েছে বলিভিয়াকে। অনেক কৃষক চাষাবাদ বন্ধ করে দিয়েছেন। পর্যাপ্ত জ্বালানির জন্য দেশে বিক্ষোভও হয়েছে।
বলিভিয়ায় এই সংকটের শুরু প্রায় দুই দশক আগে। দেশটির বামপন্থী জনতুষ্টিবাদী নেতারা ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সংকট বাড়তে শুরু করেছে।