সফলভাবে অগ্নি ৪ উৎক্ষেপণ করল ভারত
- আপডেট সময় : ০১:৩১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৪ সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। গতকাল শুক্রবার মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘উড়িষ্যার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। এটির তত্ত্বাবধান করেছে স্ট্যাটেজিক ফোর্সেস কমান্ড। মূলত কারিগরি সক্ষমতা যাচাইয়ের জন্য এ পরীক্ষা চালানো হয়েছে।
এর আগে গত ৪ এপ্রিল নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম সফলভাবে উৎক্ষেপণ করে ভারত। ওই অপারেশনটি পরিচালনা করেছিল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
অগ্নি ৪ হচ্ছে ভারতের তৈরি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূর পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
অগ্নি ৪ এর পাশাপাশি ভারতের রয়েছে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ৫। এটি ৭ থেকে ৮ হাজার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।