ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৬ ওভারে ১১৩ রানের পর এবার সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কটল্যান্ডকে পেয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। সিরিজের প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ১০ ওভারের আগেই দেড় শ তাড়া করার রেকর্ড গড়েছিলেন ট্রাভিস হেড-মিশেল মার্শরা।

গতকালের রেকর্ডটা অবশ্য ব্যক্তিগত। গতকাল হেড প্রথম বলেই আউট হয়েছেন, মার্শ নামেননি। সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করেননি জশ ইংলিশ। ৪৩ বলে সেঞ্চুরি করে ভেঙেছেন অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মজার ব্যাপার, আগের রেকর্ডে ভাগ ছিল ইংলিশেরও।

আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এডিনবার্গে কাল টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল স্বাগতিক দল। ইনিংসের প্রথম ৯ বলে স্ট্রাইক না পাওয়া হেড ব্র্যাড কুরির বলে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। প্রথম ম্যাচে একই স্বাদ পাওয়া জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ফিরেছেন কুরির পরের ওভারে।

তিনে নামা জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন সে ধাক্কা সামলে নিয়েছেন ৫০ বলে ৯২ রানের জুটিতে। এতে ২৯ বলে ৩৬ রানের অবদান ছিল গ্রিনের। অর্থাৎ দ্রুত রান নেওয়ার কাজটা ইংলিশই করেছেন।

পরের উইকেট জুটিতে ৬৪ রান এসেছে, তবে এবারও আগ্রাসনটা ইংলিশই দেখিয়েছেন। মার্কাস স্টয়নিস ২০ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন।

২০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ফিফটি করা ইংলিশের গতি এরপর একটু কমেছে। তবে ১৯তম ওভারে ১০৩ রানে আউট হওয়ার আগে ঠিকই অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি করে ফেলেছেন। ৭ চার ও ৭ ছক্কায় ৪৩ বলে সেঞ্চুরি করেছেন ইংলিশ।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল তিনজনের। ২১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যারন ফিঞ্চ। ২০২৩ সালে ভারতের বিপক্ষে সে রেকর্ডে ভাগ বসান ইংলিশ। গতকাল নিজের রেকর্ড ভেঙেছেন। গ্লেন ম্যাক্সওয়েলও একই সিরিজে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

ইংলিশ ফেরার পর ৭ বলে ১৭ রান তুলেছেন টিম ডেভিড। এ কারণেই বাকিরা ওয়ানডে মেজাজে খেলার পরও অস্ট্রেলিয়া ১৯৬ রানের বড় সংগ্রহ পেয়েছে। ৩৭ রানে ৩ উইকেট পেয়েছেন কুরি।

জবাবে জর্জ মুনশি দারুণ শুরু করেছিলেন। কিন্তু তাঁর ৯ বলে ১৯ রানের ইনিংসের পর শুধু ব্র্যান্ডন ম্যাকমুলান ৪২ বলে ৫৯ রান করতে পেরেছেন। বাকি কেউ দুই অঙ্কে যেতে পারেননি। ১৭তম ওভারে ১২৬ রানে অলআউট স্কটিশরা। আজ সিরিজের শেষ ম্যাচে দুই দল আবার মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন

৬ ওভারে ১১৩ রানের পর এবার সেঞ্চুরির রেকর্ড

আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

স্কটল্যান্ডকে পেয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। সিরিজের প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ১০ ওভারের আগেই দেড় শ তাড়া করার রেকর্ড গড়েছিলেন ট্রাভিস হেড-মিশেল মার্শরা।

গতকালের রেকর্ডটা অবশ্য ব্যক্তিগত। গতকাল হেড প্রথম বলেই আউট হয়েছেন, মার্শ নামেননি। সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করেননি জশ ইংলিশ। ৪৩ বলে সেঞ্চুরি করে ভেঙেছেন অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মজার ব্যাপার, আগের রেকর্ডে ভাগ ছিল ইংলিশেরও।

আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এডিনবার্গে কাল টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল স্বাগতিক দল। ইনিংসের প্রথম ৯ বলে স্ট্রাইক না পাওয়া হেড ব্র্যাড কুরির বলে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। প্রথম ম্যাচে একই স্বাদ পাওয়া জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ফিরেছেন কুরির পরের ওভারে।

তিনে নামা জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিন সে ধাক্কা সামলে নিয়েছেন ৫০ বলে ৯২ রানের জুটিতে। এতে ২৯ বলে ৩৬ রানের অবদান ছিল গ্রিনের। অর্থাৎ দ্রুত রান নেওয়ার কাজটা ইংলিশই করেছেন।

পরের উইকেট জুটিতে ৬৪ রান এসেছে, তবে এবারও আগ্রাসনটা ইংলিশই দেখিয়েছেন। মার্কাস স্টয়নিস ২০ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন।

২০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ফিফটি করা ইংলিশের গতি এরপর একটু কমেছে। তবে ১৯তম ওভারে ১০৩ রানে আউট হওয়ার আগে ঠিকই অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি করে ফেলেছেন। ৭ চার ও ৭ ছক্কায় ৪৩ বলে সেঞ্চুরি করেছেন ইংলিশ।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল তিনজনের। ২১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যারন ফিঞ্চ। ২০২৩ সালে ভারতের বিপক্ষে সে রেকর্ডে ভাগ বসান ইংলিশ। গতকাল নিজের রেকর্ড ভেঙেছেন। গ্লেন ম্যাক্সওয়েলও একই সিরিজে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

ইংলিশ ফেরার পর ৭ বলে ১৭ রান তুলেছেন টিম ডেভিড। এ কারণেই বাকিরা ওয়ানডে মেজাজে খেলার পরও অস্ট্রেলিয়া ১৯৬ রানের বড় সংগ্রহ পেয়েছে। ৩৭ রানে ৩ উইকেট পেয়েছেন কুরি।

জবাবে জর্জ মুনশি দারুণ শুরু করেছিলেন। কিন্তু তাঁর ৯ বলে ১৯ রানের ইনিংসের পর শুধু ব্র্যান্ডন ম্যাকমুলান ৪২ বলে ৫৯ রান করতে পেরেছেন। বাকি কেউ দুই অঙ্কে যেতে পারেননি। ১৭তম ওভারে ১২৬ রানে অলআউট স্কটিশরা। আজ সিরিজের শেষ ম্যাচে দুই দল আবার মুখোমুখি হবে।