ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আবারও ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪০৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৮ই সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

এ নিয়ে তৃতীয় দফায় রিমান্ডে গেলেন হাসানুল হক ইনু। আজ ঢাকা চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমে ট্রাকচালক সুজন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া।
রাষ্ট্রপক্ষে পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান ও আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন। ইনুর আইনজীবী মহিবুর রহমান মিহির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

আবারও ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

আপডেট সময় : ১০:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৮ই সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

এ নিয়ে তৃতীয় দফায় রিমান্ডে গেলেন হাসানুল হক ইনু। আজ ঢাকা চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমে ট্রাকচালক সুজন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া।
রাষ্ট্রপক্ষে পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান ও আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন। ইনুর আইনজীবী মহিবুর রহমান মিহির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৫ আগস্ট বিকালে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।