ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে এখনই প্রতিক্রিয়া নয়: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে এখনই বাংলাদেশ প্রতিক্রিয়া দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ নিয়ে উদ্বিগ্ন না হলেও তাঁরা অবাক হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে যত না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি আমরা অবাক। তবে এখনই কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না, বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার।’

সম্প্রতি লখনউতে যৌথ কমান্ডারদের সম্মেলনে রাজনাথ সিং ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, তিনি এটা কী তার নিজের দেশের কনজামশানের জন্য বলেছিলেন কিনা—সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যেভাবে বলেছেন, ‘বিটিং অ্যারাউন্ড দ্যা বুশ’ অনেকটা। কারণ, ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতে যুদ্ধ প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সঙ্গে যে সমস্যা হয়েছে তাতে করে ভারতের এখানে কী সম্পর্ক?

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সাইড লাইন বৈঠক হবে কি না তা নিশ্চিত না এখনও।’

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর চায় আরও রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক আশ্রয় যেকোনো দেশ যে কাউকে দিতে পারে, শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিলে তখন দেখা যাবে, এখনই মন্তব্য নয়।’

নিউজটি শেয়ার করুন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে এখনই প্রতিক্রিয়া নয়: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে এখনই বাংলাদেশ প্রতিক্রিয়া দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ নিয়ে উদ্বিগ্ন না হলেও তাঁরা অবাক হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে যত না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি আমরা অবাক। তবে এখনই কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না, বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার।’

সম্প্রতি লখনউতে যৌথ কমান্ডারদের সম্মেলনে রাজনাথ সিং ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, তিনি এটা কী তার নিজের দেশের কনজামশানের জন্য বলেছিলেন কিনা—সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যেভাবে বলেছেন, ‘বিটিং অ্যারাউন্ড দ্যা বুশ’ অনেকটা। কারণ, ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতে যুদ্ধ প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সঙ্গে যে সমস্যা হয়েছে তাতে করে ভারতের এখানে কী সম্পর্ক?

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সাইড লাইন বৈঠক হবে কি না তা নিশ্চিত না এখনও।’

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর চায় আরও রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক আশ্রয় যেকোনো দেশ যে কাউকে দিতে পারে, শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিলে তখন দেখা যাবে, এখনই মন্তব্য নয়।’