লিভারপুলের সাবেক অধিনায়ক রন ইয়েটস ৮৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল শনিবার প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক এ স্কটিশ ডিফেন্ডার ১৯৬১ সালে নাম লেখান লিভারপুলে। অ্যানফিল্ডে এক দশকের বেশি কাটিয়ে অলরেডদের জার্সিতে প্রায় সাড়ে চারশ ম্যাচ খেলেছেন ইয়েটস। ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়ে ১৯৬২ সালে শ্যাংকলির অধীনে দ্বিতীয় বিভাগের শিরোপা জেতেন তিনি।
লিভারপুলের হয়ে এক দশকের ক্যারিয়ারে শীর্ষস্তরের দুটি শিরোপা জিতেছেন ইয়েটস। অলরেডদের হয়ে প্রথম এফএ কাপ শিরোপার পাশাপাশি তিনবার জিতেছেন চ্যারিটি শিল্ড। লিভারপুলকে অন্যতম সফল ক্লাবে পরিণত করতে বড় অবদান রাখা ইয়েটস ৪০০ এর বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। লিভারপুলকে তাঁর চেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শুধু স্টিভেন জেরার্ড। দলটির তৎকালীন কোচ শ্যাংকলির ভাষায়, ক্লাব ইতিহাসে একজন ‘কলোসাস’ ছিলেন ইয়েটস।
গত জানুয়ারিতে জানানো হয়, ইয়েটস আলঝেইমার বা স্মৃতিভ্রমে আক্রান্ত। গতকাল ইয়েটসের মৃত্যুর খবরটি জানিয়ে লিভারপুলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘লিভারপুল এফসি লিজেন্ডারি সাবেক অধিনায়ক রন ইয়েটসের মৃত্যুতে শোক প্রকাশ করছে। বিল শ্যাংকলির ভাষায় ক্লাব ইতিহাসের একজন ‘কলোসাস’ ছিলেন তিনি।
স্কটল্যান্ডের হয়ে দুটি ম্যাচ খেলা ইয়েটস ১৯৬১ সালের জুলাইতে লিভারপুলে নাম লেখান। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা হওয়ায় তৎকালীন কোচ শ্যাংকলি তাঁর নাম দিয়েছিলেন ‘কলোসাস’ বা বিশালদেহী।
ইয়েটসের সম্মানে অ্যানফিল্ড ও লিভারাপুলের ট্রেনিং গ্রাউন্ডের সকল পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে