বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বিয়ের কার্ড’ শেয়ার করেছিলেন দীঘি, আসছে সেই সিনেমা দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত বিচারপতিদের চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর ভোলা উচিত নয় জাতিসংঘের সিদ্ধান্তেই ইসরায়েলের সৃষ্টি ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ২৩ আত্মগোপনে থাকা শিল্পীদের উদ্দেশে ওমর সানীর বার্তা বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় পা রেখেছেন নতুন কোচ ফিল সিমন্স বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা সনাতন ধর্মাবলম্বীদের আজ লক্ষ্মীপূজা রাষ্ট্রীয়ভাবে বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস ‘সুষ্ঠু নির্বাচনের জন্যই ড. ইউনূসের সরকারকে ক্ষমতায় বসানো’ গণহত্যায় জড়িত সাংবাদিকরাও ছাড় পাবে না: আসিফ নজরুল ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৮ জন ভর্তি বৃহস্পতিবার থেকে শুরু হবে ট্রাইব্যুনালের বিচার কাজ আবারও দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা ডিমের নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর সরকার ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিয়েছে: প্রধান উপদেষ্টা আরও একবছর চাপে থাকবে বাংলাদেশের অর্থনীতি- বিশ্ব ব্যাংক
ব্রেকিং নিউজ :
আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালনের মধ্যে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

ইউএস ওপেনে সিনারের শ্রেষ্ঠত্ব

স্পোর্টস ডেস্ক / ২৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
ইউএস ওপেনে সিনারের শ্রেষ্ঠত্ব
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরের ছেলেকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন ২৩ হাজারের বেশি মানুষ। টেলর ফ্রিৎজ যুক্তরাষ্ট্রের ঘরের ছেলে। তার সমর্থনে মাতল পুরো গ্যালারি। ফ্রিৎজ পয়েন্ট পেলেই ফ্ল্যাশিং মিডোর স্টেডিয়াম শুনেছে গর্জন। আবার সিনারের বেলায় গ্যালারিতে নেমেছে রাজ্যের নীরবতা। শেষ পর্যন্ত জয় হলো নীরবতারই। ইতালিয়ান যুবক সিনার ইউএস ওপেনের ফাইনালে জিতলেন ৬-৩, ৬-৪, ৭-৫ গেমের সরাসরি সেটে।

ইউএস ওপেন দিয়ে বছরটাই যেন নিজের করে নিয়েছেন সিনার। ২০২৪ সালের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্ত হলো তার ট্রফি ক্যাবিনেটে। প্রথমটিও জিতেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের পর এই বছর ইউএস ওপেনও জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার। ডোপ বিতর্ক পার করে এসেছিলেন। জয় করেই থামলেন।

একইসঙ্গে নতুন ইতিহাসও গড়লেন সিনার। প্রথম ইতালিয়ান হিসাবে ইউএস ওপেন জিতলেন তিনি। ২৩ বছরের সিনার এটিপি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর। কিন্তু তার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা মাত্র দুই। এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। বছরের শুরু এবং শেষটা ভাল হল তাঁর। হার্ড কোর্টের দু’টি গ্র্যান্ড স্ল্যামই জিতে নিলেন তিনি।

এ বারের ইউএস ওপেন ছিল অঘটনের। কার্লোস আলকারাজ় এবং নোভাক জোকোভিচ কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেন। সিনারের রাস্তাটা তাতে কিছুটা সহজ হয়। তবে ফাইনালের প্রতিপক্ষ ফ্রিৎজ নেহাত ছেড়ে দেয়ার নন। দর্শক ছিল ফ্রিৎজের পক্ষে। ২৬ বছরের এই মার্কিন তারকা এবারই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলতে নেমেছিলেন তিনি।

ফ্রিৎজের বড় অস্ত্র প্রধান তার সার্ভিস। কিন্তু সিনারের শক্ত ব্যাকহ্যান্ডের বিপক্ষে কাজে লাগেনি তা। প্রথম এবং দ্বিতীয় সার্ভে পয়েন্ট জেতার শতাংশে এগিয়ে থাকলেন র‍্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান। যদিও ফ্রিৎজ ১০টি এইস (Ace) পেয়েছিলেন। কিন্তু সিনারের দুর্দান্ত ব্যাকহ্যান্ড আর কার্যকরী ফোরহ্যান্ডের শটগুলো বারবার ছিটকে দেয়কে স্বাগতিক তারকাকে।

সিনার শুধু ইউএস ওপেন জিতলেন না সেই সঙ্গে জবাব দিলেন সমালোচকদেরও। এই গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামার বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন তিনি। মার্চে ইন্ডিয়ান ওয়েলস প্রতিযোগিতায় খেলার সময় সিনারের শরীরে ক্লোস্টেবল নামে একটি পদার্থ পাওয়া গিয়েছিল। বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) ক্লোস্টেবল পদার্থটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ) সিনারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

আইটিআইএ জানিয়েছিল, ইটালির টেনিস তারকা ইচ্ছাকৃত ভাবে ডোপিং করেননি। তার ফিজিয়োথেরাপিস্ট না জেনে কোনও একটি ওষুধ দিয়েছিলেন, সেটার মধ্যে ক্লোস্টেবল ছিল। এই নিয়ে ব্যাপক জলঘোলা হলেও শেষ পর্যন্ত কোর্টে নেমেছিলেন সিনার। আর শেষটা করলেন জয় দিয়েই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ