উয়েফা নেশন্স লিগ ফুটবলের আলাদা খেলায় জয় পেয়েছে পর্তুগাল এবং স্পেন। লিসবনে ক্রিসিটয়ানো রেনালডোর গোলে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
খেলা শুরুর ৭ মিনিটে ম্যকটমিনয়ের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৪ মিনিটে ব্র“নো ফারনান্দেসের গোলে সমতায় ফিরে পর্তুগাল। ৮৮ মিনিটে ক্রিস্টিয়ানো রেনালডোর গোলে স্কটর্যান্ডে বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পর্তুগাল।
রোনালদো মাঠে নামার পর যেন পর্তুগালের খেলার গতি বেড়েই গেছে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করে রোনালদোরা। ম্যাচের ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজেরগোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ৮৮ মিনিটে পর্তুগালের জয়সূচক গোলটি করে রোনালদো হয়ে যান সুপারসাব।
ওই গোলে তিনি ছুঁয়েছিলেন ৯০০ গোলের মাইলফলক। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯০০ গোল করে একটি স্বপ্নের কথাও বলেছিলেন পর্তুগিজ তারকা-করতে চান ১০০০ গোল! সেদিক বিবেচনায় বলতেই হয় রোনালদোর রইল বাকি ৯৯!
আরেক খেলায় সুইজারল্যান্ডের জেনেভায় স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে স্পেন। দলের পক্ষে জোড়া গোল করেছেন ফাবরিয়ান রুইজ আর ১টি করে গোল করেছেন হোসেলু ও ফেরান টরেস।