০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কমলাকে ভোট দেয়ার কথা জানালেন টেলর সুইফট

  • বিনোদন ডেস্ক
  • আপডেট : ১২:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৩১ দেখেছেন

ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেনশিয়াল বিতর্কের পর মার্কিন পপ তারকা টেলর সুইফট কমলা হ্যারিসকে সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুজনের এই বিতর্ক শেষ হওয়ার পরপরই তিনি এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে টেলর সুইফট জানান, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেবেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টা) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের সরাসরি বিতর্ক শেষ হয়।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ-এর আয়োজনে ফিলাডেলফিয়ার কন্সটিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে যান এবং হাত বাড়িয়ে দেন কমলা। তারপর দুজন করমর্দন করেন এবং কমলার বক্তব্য দিয়ে বিতর্ক শুরু হয়।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। তাই দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

এ বিতর্ক সরাসরি সম্প্রচার করেছে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ। এ ছাড়া বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করেছে।

কমলাকে ভোট দেয়ার কথা জানালেন টেলর সুইফট

আপডেট : ১২:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেনশিয়াল বিতর্কের পর মার্কিন পপ তারকা টেলর সুইফট কমলা হ্যারিসকে সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুজনের এই বিতর্ক শেষ হওয়ার পরপরই তিনি এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে টেলর সুইফট জানান, আগামী ৫ নভেম্বরের নির্বাচনে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ভোট দেবেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৮টা) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের সরাসরি বিতর্ক শেষ হয়।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ-এর আয়োজনে ফিলাডেলফিয়ার কন্সটিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে যান এবং হাত বাড়িয়ে দেন কমলা। তারপর দুজন করমর্দন করেন এবং কমলার বক্তব্য দিয়ে বিতর্ক শুরু হয়।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। তাই দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

এ বিতর্ক সরাসরি সম্প্রচার করেছে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ। এ ছাড়া বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করেছে।