ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নবনিযুক্ত ৮ ডিসির নিয়োগ বাতিল, চার জেলায় রদবদল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪২১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন জেলায় নিয়োগ পাওয়া ৫৯ জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। রদবদল করা হয়েছে চার জেলার ডিসিকে। আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

যে আট জেলায় ডিসি নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরিয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী।

গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়।

সচিব ড. মো. মোখলেসউর রহমান বলেন, ‘সাম্প্রতিক ডিসি নিয়োগে তাড়াহুড়ো নয়, বরং তথ্যের ঘাটতি, ভুল তথ্য ও অপতথ্যের ভিত্তিতে নিয়োগ হয়েছিল।’

আট ডিসির নিয়োগ বাতিলের পাশাপাশি চার জেলার ডিসিকেও রদবদল করা হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্জগড়ে, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষীপুর এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারিতে রদবদল করা হয়েছে।

আগামী ৩ দিনের মধ্যে ৮ জেলার ডিসি নিয়োগ হবে এবং বাকি ৫ জেলায় যৌক্তিক সময়ে ডিসি নিয়োগ পাবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

নিউজটি শেয়ার করুন

নবনিযুক্ত ৮ ডিসির নিয়োগ বাতিল, চার জেলায় রদবদল

আপডেট সময় : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

দেশের বিভিন্ন জেলায় নিয়োগ পাওয়া ৫৯ জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। রদবদল করা হয়েছে চার জেলার ডিসিকে। আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

যে আট জেলায় ডিসি নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরিয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী।

গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়।

সচিব ড. মো. মোখলেসউর রহমান বলেন, ‘সাম্প্রতিক ডিসি নিয়োগে তাড়াহুড়ো নয়, বরং তথ্যের ঘাটতি, ভুল তথ্য ও অপতথ্যের ভিত্তিতে নিয়োগ হয়েছিল।’

আট ডিসির নিয়োগ বাতিলের পাশাপাশি চার জেলার ডিসিকেও রদবদল করা হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্জগড়ে, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষীপুর এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারিতে রদবদল করা হয়েছে।

আগামী ৩ দিনের মধ্যে ৮ জেলার ডিসি নিয়োগ হবে এবং বাকি ৫ জেলায় যৌক্তিক সময়ে ডিসি নিয়োগ পাবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।