ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আশুলিয়ায় ১৩৩ কারখানায় ছুটি, ৮৬টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের আশুলিয়ায় সর্বমোট ২১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১১৩ কারখানায় সাধারণ ছুটি ও বাকি ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার লিমন।

গত ১৫ দিন যাবৎ শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন-বিক্ষোভ চালিয়ে আসছেন। কিন্তু দাবির কোনো সফল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শ্রমিকরা বলছেন, মালিকপক্ষ আশ্বাস দিচ্ছে যে তাদের দাবি মেনে নেয়া হবে কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে না।

এর আগ গতকাল (বুধবার, ১১ সেপ্টেম্বর) ৭০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ৪৫টি কারখানা আইন-১৩ এর এক ধারা ‘নো ওয়ার্ক, নো পে’ অনুযায়ী বন্ধ করা হয়েছিল। আর ২৫টি কারখানা সাধারণ ছুটি ছিল।

কিন্তু আজ সে সংখ্যা দাঁড়িয়েছে ২১৯টিতে। এরমধ্যে ৮৬টি বন্ধ আছে ১৩ এর এক ধারা অনুযায়ী। অর্থাৎ কাজ না করলে কোনো বেতন-ভাতা, সুবিধা পাবে না। আর ১৩৩টি কারখানা সাধারণ ছুটি হিসেবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানা কবে খুলে দেয়া হবে তা জানানো হয়নি।

তবে শ্রমিকরা জানিয়েছেন, তারা কারখানা বন্ধ রাখার পক্ষে না, তারা কাজ করতে চায়। তাদের দাবি বাস্তবায়নে মালিকপক্ষসহ যারা রয়েছেন তারা যেন এগিয়ে এসে কাজের পরিবেশ নিশ্চিত করে।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় ১৩৩ কারখানায় ছুটি, ৮৬টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট সময় : ১২:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

সাভারের আশুলিয়ায় সর্বমোট ২১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১১৩ কারখানায় সাধারণ ছুটি ও বাকি ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার লিমন।

গত ১৫ দিন যাবৎ শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন-বিক্ষোভ চালিয়ে আসছেন। কিন্তু দাবির কোনো সফল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শ্রমিকরা বলছেন, মালিকপক্ষ আশ্বাস দিচ্ছে যে তাদের দাবি মেনে নেয়া হবে কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে না।

এর আগ গতকাল (বুধবার, ১১ সেপ্টেম্বর) ৭০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ৪৫টি কারখানা আইন-১৩ এর এক ধারা ‘নো ওয়ার্ক, নো পে’ অনুযায়ী বন্ধ করা হয়েছিল। আর ২৫টি কারখানা সাধারণ ছুটি ছিল।

কিন্তু আজ সে সংখ্যা দাঁড়িয়েছে ২১৯টিতে। এরমধ্যে ৮৬টি বন্ধ আছে ১৩ এর এক ধারা অনুযায়ী। অর্থাৎ কাজ না করলে কোনো বেতন-ভাতা, সুবিধা পাবে না। আর ১৩৩টি কারখানা সাধারণ ছুটি হিসেবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানা কবে খুলে দেয়া হবে তা জানানো হয়নি।

তবে শ্রমিকরা জানিয়েছেন, তারা কারখানা বন্ধ রাখার পক্ষে না, তারা কাজ করতে চায়। তাদের দাবি বাস্তবায়নে মালিকপক্ষসহ যারা রয়েছেন তারা যেন এগিয়ে এসে কাজের পরিবেশ নিশ্চিত করে।