দেশের মানুষ অস্থির সময় পার করছে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
ওষুধ শিল্প দেশের একটি বড় অর্থনৈতিক খাত উল্লেখ করে বিএনপি বলছে, এই শিল্পের যে অস্থিরতা তা মালিক-শ্রমিকের সমন্বয়ে সমাধান করতে হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওষুধ শিল্পের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশ একটি অস্থির সময় পার করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ওষুধ শিল্পের যে বিকাশ ঘটছে, তা ভবিষ্যতেও বিদ্যমান থাকবে। জিডিপিতে ওষুধ শিল্প বড় অবদান রাখবে বলেন মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে, দলের মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ওষুধ শিল্পের নেতাকর্মীরা।