আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সাথে আর কোনো টেলিভিশন বিতর্কে আগ্রহী নন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন রিপাবলিকান দলের এই প্রার্থী।
স্থানীয় সময় মঙ্গলবার এবিসি নিউজের আয়োজনে প্রতিদ্বন্দ্বী দু’দলের প্রার্থীদের নির্বাচনি বিতর্ক অনুষ্ঠান। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম মুখোমুখি নির্বাচনী বিতর্কে জয় লাভ করেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। কমলার নৈপুণ্যে স্পষ্টতই সন্তুষ্ট তার নির্বাচনি প্রচারশিবির। এখন তারা ট্রাম্পের সঙ্গে কমলার দ্বিতীয় বিতর্ক আয়োজনের আহ্বানও জানিয়েছেন। তবে এ আহ্বানে সাড়া দিতে আগ্রহী নন ট্রাম্প। এমনটাই বলছে মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের আয়োজক এবিসি নিউজ।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন, ‘তিনি বিতর্কে জিতেছেন বলে তার আর বিতর্ক করার দরকার নেই। কমলা হেরেছেন তাই আবারও বিতর্ক চাচ্ছে তার (কমলার) দল।’ এক কথায় দ্বিতীয় বিতর্ক এড়াতে কমলার বিজয়কেও মানতে নারাজ ট্রাম্প।
বিবিসির খবরে বলা হয়েছে, আগামী মাসে পরবর্তী বিতর্ক আয়োজনের পরামর্শ দিয়েছেন কমলার প্রচারশিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন। তিনি বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প রাজি কি না জানতে চেয়েছেন কমলার প্রচারশিবিরের মুখপাত্র। এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিলেও আর কোনো বিতর্কের প্রয়োজন নেই বলেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এই বিতর্ককে তার জীবনের সেরা উল্লেখ করে তিনি জানান, ‘বোধহয় এখন পর্যন্ত এটাই শ্রেষ্ঠ। আমার দিক থেকে আর আগ্রহের দরকার নেই।’