গাজায় ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে নিহতের মোট সংখ্যা ৪১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। এই হামলায় আহত হয়েছেন আরও ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি।
শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) এসব তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরাইলের সামরিক বাহিনী গাজায় তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে। এর আগে গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে ১৮ জনকে হত্যার দায়ে ইসরাইল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের ৬ সহায়তা কর্মীও রয়েছেন।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল এই ভূখণ্ডে বর্বর আক্রমণ অব্যাহত রেখেছে।