ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বার্সেলোনার অবহেলার পাত্র জেতালেন রেয়ালকে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়ংকর অর্থকষ্টের মধ্যেও ৪ কোটি ইউরোর বেশি খরচ করে ভিতর হচকে কিনে আনে বার্সেলোনা। জানুয়ারিতে এত ঢাকঢোল পিটিয়ে কাউকে কেনার অর্থই হলো, দলের খুব প্রয়োজন তাঁকে। কিন্তু ব্রাজিলের এল তিগ্রে কাতালুনিয়া গিয়ে ‘খাঁচায়’ আটকা পড়লেন।

কোচ শাভি এরনান্দেস তাঁকে বার্সেলোনার একাদশে রাখতেন না, বদলি হিসেবেও খুব কম সুযোগ মিলেছে। নতুন মৌসুমে নতুন কোচ হান্সি ফ্লিকেরও মন পেলেন না। হচ তাই ধারে চলে গেছেন রেয়াল বেতিসে। সেই হচ কাল বেতিসকে জয় এনে দিয়েছেন।

মজার ব্যাপার লেগানেসের বিপক্ষে বেতিসের অন্য গোল করা খেলোয়াড়টিও বার্সেলোনা একাডেমির। ২০২৩ সালে বার্সেলোনা ছেড়ে বেতিসে যোগ দিয়েছেন আবদে এজ্জালজুলি।

মৌসুমের প্রথম তিন ম্যাচে কোনো জয় না পাওয়া বেতিস গতকাল শুরু থেকেই ভালো খেলেছে। কিন্তু ঘরের মাঠে কোনোভাবেই গোল পাচ্ছিল না তারা। ৭৪ মিনিটে গিয়ে হতাশা দূর হয় স্বাগতিকদের। আরেক সাবেক বার্সেলোনার খেলোয়াড় হেক্তর বেয়েরিনের কাটব্যাক থেকে গোল করেন আবদে।

বদলি নামা হচ ৮৬ মিনিটে নিশ্চিত করেছেন জয়। আবদের শট গোলকিপার ফিরিয়ে দিলে সেটা চলে যায় হচের কাছে। ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান কোনো ভুল করেননি বেতিসের হয়ে প্রথম গোল করতে।

ম্যাচ শেষে তাই উচ্ছ্বসিত হচ, ‘আমি কখনো কল্পনা করিনি ঘরের মাঠে অভিষেকেই গোল করব। আমার সবচেয়ে বড় কল্পনাতেও না।’

নিউজটি শেয়ার করুন

বার্সেলোনার অবহেলার পাত্র জেতালেন রেয়ালকে

আপডেট সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ভয়ংকর অর্থকষ্টের মধ্যেও ৪ কোটি ইউরোর বেশি খরচ করে ভিতর হচকে কিনে আনে বার্সেলোনা। জানুয়ারিতে এত ঢাকঢোল পিটিয়ে কাউকে কেনার অর্থই হলো, দলের খুব প্রয়োজন তাঁকে। কিন্তু ব্রাজিলের এল তিগ্রে কাতালুনিয়া গিয়ে ‘খাঁচায়’ আটকা পড়লেন।

কোচ শাভি এরনান্দেস তাঁকে বার্সেলোনার একাদশে রাখতেন না, বদলি হিসেবেও খুব কম সুযোগ মিলেছে। নতুন মৌসুমে নতুন কোচ হান্সি ফ্লিকেরও মন পেলেন না। হচ তাই ধারে চলে গেছেন রেয়াল বেতিসে। সেই হচ কাল বেতিসকে জয় এনে দিয়েছেন।

মজার ব্যাপার লেগানেসের বিপক্ষে বেতিসের অন্য গোল করা খেলোয়াড়টিও বার্সেলোনা একাডেমির। ২০২৩ সালে বার্সেলোনা ছেড়ে বেতিসে যোগ দিয়েছেন আবদে এজ্জালজুলি।

মৌসুমের প্রথম তিন ম্যাচে কোনো জয় না পাওয়া বেতিস গতকাল শুরু থেকেই ভালো খেলেছে। কিন্তু ঘরের মাঠে কোনোভাবেই গোল পাচ্ছিল না তারা। ৭৪ মিনিটে গিয়ে হতাশা দূর হয় স্বাগতিকদের। আরেক সাবেক বার্সেলোনার খেলোয়াড় হেক্তর বেয়েরিনের কাটব্যাক থেকে গোল করেন আবদে।

বদলি নামা হচ ৮৬ মিনিটে নিশ্চিত করেছেন জয়। আবদের শট গোলকিপার ফিরিয়ে দিলে সেটা চলে যায় হচের কাছে। ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান কোনো ভুল করেননি বেতিসের হয়ে প্রথম গোল করতে।

ম্যাচ শেষে তাই উচ্ছ্বসিত হচ, ‘আমি কখনো কল্পনা করিনি ঘরের মাঠে অভিষেকেই গোল করব। আমার সবচেয়ে বড় কল্পনাতেও না।’