শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার উদ্যোগে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘের ‘বাংলাদেশকে দুর্নীতির রোল মডেল করেছেন শেখ হাসিনা’ গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও প্রেম করছেন মধুমিতা, বিয়ে কবে? শেখ হাসিনাকে ‘ট্রাভেল ডকুমেন্ট’ দিয়েছে ভারত স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ রাষ্ট্র সংস্কারের ধারা ও পদ্ধতির সূচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই শরৎ শেষ না হতেই উত্তরে শীতের আনাগোনা দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি

১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করলেন ভারতীয় জেলেরা

আর্ন্তজাতিক ডেস্ক / ২৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করলেন ভারতীয় জেলেরা
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছেন ভারতীয় একদল জেলে। শনিবার বিকেলের দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা থানায় নেওয়া হয়েছে ওই বাংলাদেশিদের।

বাংলাদেশ-ভারত সীমান্ত লাগোয়া উত্তাল সমুদ্রে ট্রলার ভেঙে প্রায় ১৫ ঘণ্টার বেশি সময় ভেসে ছিলেন তারা। বাংলাদেশি ওই ট্রলারে মোট ১৩ জন থাকলেও একজন সমুদ্রে তলিয়ে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গভীর সমুদ্রে অথৈ জলে পড়া বাংলাদেশি জেলেদের উদ্ধারে হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় জেলেরা। তারা ডুবে যাওয়া ট্রলারের ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছেন। উদ্ধারের পর শনিবার বিকেলের দিকে ওই বাংলাদেশিদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ঘাটে নিয়ে যাওয়া হয়।

বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার রাতে এফবি পারমিতা ফাইভ নামের একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলের দিকে ফেরার সময় কেঁদুয়া দ্বীপের কাছে সাগরে দু’জনকে ভাসতে দেখে।

পশ্চিমবঙ্গের কাকদ্বীপের বাসিন্দা ও এফবি পারমিতা ফাইভের জেলে সুবলচন্দ্র দাস বলেন, আমরা গত বুধবার নামখানা থেকে যাত্রা শুরু করি। পরের দিন আকাশের অবস্থা খারাপ দেখে উপকূলে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় হঠাৎ দেখা যায়, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দু’জন ভাসছেন। কেঁদুয়া দ্বীপের কাছাকাছি। সন্ধ্যা তখন সাড়ে ৫টা ৬টা বাজে। আমরা চিৎকার করি। এরপর এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। পরে দেখি আরও কয়েকজন বাঁশ, ফুটবল নিয়ে ভাসছেন। তাদেরও উদ্ধার করা হয়েছে।

তবে ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারের একজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারের পর বাংলাদেশি জেলেদের পাথরপ্রতিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাগর থেকে জেলেদের উদ্ধারের পর বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভারতীয় জেলেরা। যে কারণে এফবি পারমিতা ফাইভ ট্রলারে করে তাদের ভারতে নেওয়া হয়েছে।

ভারতের সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করার পর দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে থাকা একজন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন। উপকূলে নিয়ে আসার পর বাংলাদেশি এসব মৎস্যজীবীদের পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

গভীর সমুদ্রে অথৈ পানি থেকে উদ্ধারের এই ঘটনায় ভারতীয় জেলেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশি ওই জেলেরা। বাংলাদেশি এক জেলে বলেন, আমরা পটুয়াখালী জেলা থেকে সাগরে মাছ ধরতে এসেছিলাম। ভারতের ভাইয়েরা আমাদের উদ্ধার করেছে। প্রাণ ফিরে পেয়ে তাদের ধন্যবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ