০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আদানির হাত থেকে ফসকে যাচ্ছে কেনিয়ার বিমানবন্দর?

ভারতের আদানি গোষ্ঠী কেনিয়ার প্রধান বিমানবন্দর অধিগ্রহণের প্রস্তাব দেওয়ায় গত মঙ্গলবার মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু করেছিলেন বিমানবন্দরটির কর্মকর্তা–কর্মচারী ও শ্রমিকেরা। অবশেষে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিমানবন্দরটি ইজারা দেওয়া হবে—এমন আশ্বাসে বিক্ষোভ থেকে সরে দাঁড়ান শ্রমিকেরা। বার্তা সংস্থা রয়টার্সকে শ্রমিক ইউনিয়নের এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) ১৮৫ কোটি ডলার বিনিয়োগের বিনিময়ে ৩০ বছরের জন্য ইজারা নেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারতের শিল্প গোষ্ঠী আদানি। এ খবর প্রকাশের পরই বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তাঁদের দাবি, আদানি গোষ্ঠী বিমানবন্দরটি অধিগ্রহণ করলে শ্রমিক ছাঁটাই করা হতে পারে।

ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে কেনিয়ার সেন্ট্রাল অর্গানাইজেশন অব ট্রেড ইউনিয়নের মহাসচিব ফ্রান্সিস অ্যাটওলি বলেন, ‘আদানি গ্রুপের প্রস্তাবের নথিপত্র ১০ দিনের মধ্যে পুনর্বিবেচনা করতে সরকার ও কেনিয়া অ্যাভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন সম্মত হয়েছে। আদানির সঙ্গে চুক্তি–সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য ওয়ার্কার্স ইউনিয়নের সম্মতি লাগবে।’

এরপর দেশটির স্থানীয় একটি আদালত কেনিয়া সরকার ও আদানিদের এই চুক্তিটির বাস্তবায়নে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য চেয়ে আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে বিক্ষোভের কারণে কয়েক শ ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে জেকেআইএ বিমানবন্দরে। পরিবর্তিত ফ্লাইটের তথ্য জানতে টার্মিনালের বাইরে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। তবে ফ্লাইট পুরোমাত্রায় শুরু হয়েছে বলে দাবি করেছে কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দর সম্প্রসারণের দায়িত্ব আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেডের হাতে তুলে দেওয়ার পরিকল্পনায় স্থগিতাদেশের ফলে কেনিয়ায় আদানি গোষ্ঠী পা রাখতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট দোলাচল তৈরি হয়েছে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা

আদানির হাত থেকে ফসকে যাচ্ছে কেনিয়ার বিমানবন্দর?

আপডেট : ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ভারতের আদানি গোষ্ঠী কেনিয়ার প্রধান বিমানবন্দর অধিগ্রহণের প্রস্তাব দেওয়ায় গত মঙ্গলবার মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু করেছিলেন বিমানবন্দরটির কর্মকর্তা–কর্মচারী ও শ্রমিকেরা। অবশেষে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিমানবন্দরটি ইজারা দেওয়া হবে—এমন আশ্বাসে বিক্ষোভ থেকে সরে দাঁড়ান শ্রমিকেরা। বার্তা সংস্থা রয়টার্সকে শ্রমিক ইউনিয়নের এক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) ১৮৫ কোটি ডলার বিনিয়োগের বিনিময়ে ৩০ বছরের জন্য ইজারা নেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারতের শিল্প গোষ্ঠী আদানি। এ খবর প্রকাশের পরই বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তাঁদের দাবি, আদানি গোষ্ঠী বিমানবন্দরটি অধিগ্রহণ করলে শ্রমিক ছাঁটাই করা হতে পারে।

ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে কেনিয়ার সেন্ট্রাল অর্গানাইজেশন অব ট্রেড ইউনিয়নের মহাসচিব ফ্রান্সিস অ্যাটওলি বলেন, ‘আদানি গ্রুপের প্রস্তাবের নথিপত্র ১০ দিনের মধ্যে পুনর্বিবেচনা করতে সরকার ও কেনিয়া অ্যাভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন সম্মত হয়েছে। আদানির সঙ্গে চুক্তি–সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য ওয়ার্কার্স ইউনিয়নের সম্মতি লাগবে।’

এরপর দেশটির স্থানীয় একটি আদালত কেনিয়া সরকার ও আদানিদের এই চুক্তিটির বাস্তবায়নে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য চেয়ে আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে বিক্ষোভের কারণে কয়েক শ ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে জেকেআইএ বিমানবন্দরে। পরিবর্তিত ফ্লাইটের তথ্য জানতে টার্মিনালের বাইরে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। তবে ফ্লাইট পুরোমাত্রায় শুরু হয়েছে বলে দাবি করেছে কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানবন্দর সম্প্রসারণের দায়িত্ব আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেডের হাতে তুলে দেওয়ার পরিকল্পনায় স্থগিতাদেশের ফলে কেনিয়ায় আদানি গোষ্ঠী পা রাখতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট দোলাচল তৈরি হয়েছে।