যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। গতকাল শনিবারের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার দিনভর উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এসব বেসামরিক মানুষকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এদিন গাজা শহরে বাস্তুচ্যুত লোকদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ভবনেও হামলা চালানো হয়। সেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
গাজার দক্ষিণে রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় বোমা মেরে বিভিন্ন আবাসিক ভবন উড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাফাহর পশ্চিমে আল-মাওয়াসি এলাকার ভবনগুলোতেও বোমা ফেলা হচ্ছে।
গাজার পাশাপাশি সংঘাত ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরেও। সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত অঞ্চলটির জেইতা শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। এর জেরে সেখানে সংঘাত ছড়িয়ে পড়েছে। শহরটিতে ফিলিস্তিনিদের ওপর গুলি ও টিয়ারশেল ছুড়েছে দখলদার বাহিনী। অভিযানের জেরে নাবলুস শহরের দক্ষিণে মাদামা, উরিফ এবং ইয়িতমা গ্রামেও সংঘর্ষ হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে উপত্যকায় ইসরায়েলি হামলায় ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। আরও বহু মানুষ নিখোঁজ। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ।