ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৫৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র দুদিন আগে দুর্নীতির মামলায় ছয় মাস কারাবাসের পর মুক্তি পান ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেস্বর) দুপুরে দলীয় সম্মেলনে নিজেই একথা ঘোষণা করেন তিনি। খবর এনডিটিভির।

নির্বাচনে জেতার আগে এই পদে আর ফিরতে চান না তিনি। এছাড়া দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) তার দল আম আদমি পার্টির এক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘দুদিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাব আমি। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত ওই চেয়ারে আমি আর বসছি না। কয়েক মাস পরেই দিল্লির নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আইনসম্মত আদালত থেকে বিচার পেয়েছি। আর এখন জনতার আদালত থেকে বিচার চাই। জনগণ হুকুম দিলেই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো।’

দেশের রাজধানীর জন্য একজন নতুন মুখ্যমন্ত্রী খুঁজে নিতে আগামী দুই দিনের মধ্যে নিম্নকক্ষে আম আদমি পার্টির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘আমি দিল্লির মানুষকে জিজ্ঞাসা করতে চাই কেজিরিওয়াল দোষী নাকি নির্দোষ? আমি যদি কাজ করে থাকি, তবে আমাকে ভোট দিন।’

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানান, পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসেবে দলের একজন সদস্যের নাম ঘোষণা করা হবে। জনতার কাছে যাবেন তিনি তাদের সমর্থন আদায়ের জন্য। কেজরিওয়াল আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন এ বছরের নভেম্বরে অনুষ্ঠানেরও দাবি জানান। দলের এই বৈঠকে তিনি ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মকভাবে বক্তব্য দেন। মোদি সরকার ব্রিটিশদের চাইতেও বেশি স্বৈরাচারী।

কেজরিওয়াল আরও বলেন, তিনি গ্রেপ্তার হওয়ার পর গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থেই পদত্যাগ করেননি। তিনি জানান উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়ার সঙ্গে তিনি তার পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সিসোদিয়াও সম্প্রতি মদ নীতি বিষয়ক দুর্নীতির মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। কেজরিওয়াল বলেন, ‘আমি মনিশের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন জনগণ যখন বলবে আমরা সৎ তখনি আমরা স্বপদে ফিরে যাব। আমাদের ভাগ্য এখন জনতার হাতে।’

তবে এতে অন্যরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্ষমতাসীন বিজেপির নেতারা। বিজেপি নেতা হরিষ খুরানা প্রশ্ন তোলেন আম আদমি পার্টি কেন এতো নাটক করছে? তিনি বলেন, ‘কেন ৪৮ ঘণ্টা পর পদত্যাগ করবেন? তার তো এখনি পদত্যাগ করা উচিত। অতীতেও তিনি এরকম করেছেন।’

নিউজটি শেয়ার করুন

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণা

আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

মাত্র দুদিন আগে দুর্নীতির মামলায় ছয় মাস কারাবাসের পর মুক্তি পান ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেস্বর) দুপুরে দলীয় সম্মেলনে নিজেই একথা ঘোষণা করেন তিনি। খবর এনডিটিভির।

নির্বাচনে জেতার আগে এই পদে আর ফিরতে চান না তিনি। এছাড়া দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) তার দল আম আদমি পার্টির এক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘দুদিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাব আমি। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত ওই চেয়ারে আমি আর বসছি না। কয়েক মাস পরেই দিল্লির নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আইনসম্মত আদালত থেকে বিচার পেয়েছি। আর এখন জনতার আদালত থেকে বিচার চাই। জনগণ হুকুম দিলেই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো।’

দেশের রাজধানীর জন্য একজন নতুন মুখ্যমন্ত্রী খুঁজে নিতে আগামী দুই দিনের মধ্যে নিম্নকক্ষে আম আদমি পার্টির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘আমি দিল্লির মানুষকে জিজ্ঞাসা করতে চাই কেজিরিওয়াল দোষী নাকি নির্দোষ? আমি যদি কাজ করে থাকি, তবে আমাকে ভোট দিন।’

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানান, পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসেবে দলের একজন সদস্যের নাম ঘোষণা করা হবে। জনতার কাছে যাবেন তিনি তাদের সমর্থন আদায়ের জন্য। কেজরিওয়াল আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন এ বছরের নভেম্বরে অনুষ্ঠানেরও দাবি জানান। দলের এই বৈঠকে তিনি ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মকভাবে বক্তব্য দেন। মোদি সরকার ব্রিটিশদের চাইতেও বেশি স্বৈরাচারী।

কেজরিওয়াল আরও বলেন, তিনি গ্রেপ্তার হওয়ার পর গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থেই পদত্যাগ করেননি। তিনি জানান উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়ার সঙ্গে তিনি তার পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সিসোদিয়াও সম্প্রতি মদ নীতি বিষয়ক দুর্নীতির মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। কেজরিওয়াল বলেন, ‘আমি মনিশের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন জনগণ যখন বলবে আমরা সৎ তখনি আমরা স্বপদে ফিরে যাব। আমাদের ভাগ্য এখন জনতার হাতে।’

তবে এতে অন্যরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্ষমতাসীন বিজেপির নেতারা। বিজেপি নেতা হরিষ খুরানা প্রশ্ন তোলেন আম আদমি পার্টি কেন এতো নাটক করছে? তিনি বলেন, ‘কেন ৪৮ ঘণ্টা পর পদত্যাগ করবেন? তার তো এখনি পদত্যাগ করা উচিত। অতীতেও তিনি এরকম করেছেন।’