১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তিনি বলেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে র‍্যাব তাকে আদাবর থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মো রুবেলকে গুলি করে হত্যা করা হয়। এ মামলার অন্যতম আসামি হিসেবে নাম থাকায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গত মধ্যরাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-২। আদাবর থানা ছাড়াও তার বিরুদ্ধে মেহেরপুর জেলার সদর থানায় পৃথক ২টি মামলা রয়েছে।

ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতিলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ও সাবেক এমপি ফেরদৌস, সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৪’শ থেকে ৫’শ জন।

এর আগে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

আপডেট : ১২:৪৯:১২ অপরাহ্ন, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তিনি বলেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে র‍্যাব তাকে আদাবর থানায় হস্তান্তর করেছে।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় আদাবর থানা এলাকায় মো রুবেলকে গুলি করে হত্যা করা হয়। এ মামলার অন্যতম আসামি হিসেবে নাম থাকায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গত মধ্যরাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-২। আদাবর থানা ছাড়াও তার বিরুদ্ধে মেহেরপুর জেলার সদর থানায় পৃথক ২টি মামলা রয়েছে।

ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতিলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ও সাবেক এমপি ফেরদৌস, সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৪’শ থেকে ৫’শ জন।

এর আগে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে।