মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারও ট্রাম্পকে হত্যা চেষ্টায় বন্দুক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বন্দুকসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে, ট্রাম্প নিরাপদ আছেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। নির্বাচনের আগে দু’বার একই প্রার্থীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়েছে মার্কিন রাজনীতি।
পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারণা সমাবেশে হামলার ৬৫ দিনের মাথায় আবারও হত্যা চেষ্টার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে ট্রাম্প খেলার সময় বন্দুক হামলার ঘটনা ঘটলো।
ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা গলফ মাঠের পাশে থাকা ঝোপের ভেতরে বন্দুকধারীর নল তাক করা দেখা মাত্রই অন্তত চারটি গুলি চালিয়ে দেয়। এরপর ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। স্থানীয় সময় রোববার বেলা দেড়টার দিকে হামলার পর যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়িয়ে পরে। এরইমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ আটকও করা হয়। তবে ট্রাম্প নিরাপদ আছেন বলেন জানিয়েছেন তার নিরাপত্তারক্ষীরা।
রিপাবলিকান দল থেকে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট প্রার্থী হওয়া এই নেতাকে হত্যার চেষ্টায় এবারও গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
গুলির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলে কঠোর বার্তাও দেন তিনি।
যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরপর দু’বার একই প্রার্থীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। এবার দেশটির নিরাপত্তা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে ১৩ জুলাই পেনসিলভানিয়ার গুলির ঘটনায় পদত্যাগ করেছিলেন সিক্রেট সার্ভিসের প্রধান। যদিও সেই হামলা রহস্যের অনেক জট এখনও খোলেনি।