০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০১:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ২০ দেখেছেন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল হক বাবু এবং সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় জনতা তাদের পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন তারা।

এ ব্যাপরে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। আটকৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন।

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকে শুরু হয় আওয়ামী লীগ শাসনামলে সুবিধাভোগীদের বিরুদ্ধে মামলা। বেশিরভাগই হত্যা মামলা।

গত ২১ আগস্ট বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদ এবং তাঁর স্ত্রী ও একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

আপডেট : ০১:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল হক বাবু এবং সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় জনতা তাদের পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন তারা।

এ ব্যাপরে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, তাদেরকে সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছেন। আটকৃত চারজন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন।

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকে শুরু হয় আওয়ামী লীগ শাসনামলে সুবিধাভোগীদের বিরুদ্ধে মামলা। বেশিরভাগই হত্যা মামলা।

গত ২১ আগস্ট বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদ এবং তাঁর স্ত্রী ও একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।