আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা

- আপডেট সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯৬ বার পড়া হয়েছে

গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হওয়ার আজ সোমবার সরকারি ছুটির দিনেও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা চালু রেখেছে মালিকপক্ষ।
শিল্প পুলিশ জানিয়েছে, শিল্প পুলিশ-১ এর আওতাধীন ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৪শ শিল্প কারখানা কারখানা খোলা রয়েছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। কোথাও কোন শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
এছাড়া, সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ করছে। তবে গত কয়েক দিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে টহল।
প্রসঙ্গত, টানা ১৫ দিনের বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ শিল্পখাতে চলতি সপ্তাহে অবস্থার উন্নতি হয়েছে।