ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম নারী শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম রোকেয়া বেগম। তিনি মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সেলাই মেশিন অপারেটর ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, আজ সকালে মাস্কট শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এসময় তারা রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। এসময় উভয়পক্ষের আরও অন্তত তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুটি কারখানার শ্রমিক। সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ অবরোধের কারণে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন আরও একটি কারখানার শ্রমিকরা। এদিকে, দু- একটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের বেশির ভাগ কারখানা চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ৩

আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম নারী শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম রোকেয়া বেগম। তিনি মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সেলাই মেশিন অপারেটর ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, আজ সকালে মাস্কট শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এসময় তারা রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন। এসময় উভয়পক্ষের আরও অন্তত তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুটি কারখানার শ্রমিক। সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ অবরোধের কারণে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন আরও একটি কারখানার শ্রমিকরা। এদিকে, দু- একটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের বেশির ভাগ কারখানা চালু রয়েছে।