‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন’
- আপডেট সময় : ১০:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব ধরনের প্রস্তুতি নেয়া আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার পর তিনি এ কথা জানান।
সাত দিনের চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। এসময় তার গাড়িবহরের দু’পাশে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতার জন্য তাকে বিদেশে নিতে হবে। কিন্তু তার শারীরিক অবস্থা দীর্ঘ পথ জার্নি করার অবস্থায় নেই। সার্বিক বিবেচনা করেই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে দেশেই চিকিৎসা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দু’টি হাসপাতালে চিকিৎসার সব ব্যবস্থাও প্রস্তুত আছে। আইনগত জটিলতার বিষয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ হয়েছে। শুধু শারীরিক দিক বিবেচনায় নেয়া হচ্ছে না।’