রাজধানীর ফার্মগেটের মণিপুরীপাড়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল (মঙ্গলবার) এ অভিযান চালানো হয়। এসময় হরিণের চামড়া, শিং, জেব্রার চামড়া, নগদ টাকা, মোবাইলসহ সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।
যৌথ অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশের এএসপি শায়রুল কবির।
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মুসাদ্দির খান জ্যোতি রিমান্ডে জিজ্ঞাসাবাদের সূত্রধরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অভিযান চালানো হয়। এসময় উদ্ধার করা জিনিসপত্র জব্দ করা হয় এবং আটক ৫ জনকে তেঁজগাও থানায় সোপর্দ করা হয়।’
প্রায় ৩ ঘণ্টা সময় অভিযান শেষে হত্যা মামলার আসামি সাফি মুসাদ্দির খান জ্যোতিকে আশুলিয়া থানায় নেয়া হয়। গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আশুলিয়া থানার একটি হত্যা মামলায় জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ।