এবার লেবাননে ওয়াকি–টকি বিস্ফোরণে নিহত ৯, আহত অন্তত ৩০০
- আপডেট সময় : ১১:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
এবার লেবাননে ওয়াকি–টকি বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।
লেবানিজ রেডক্রসকে উদ্ধৃত করে বিবিসি বলছে, লেবাননের একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। এ সব ঘটনায় অন্তত ৩০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
তাইওয়ানের কাছ থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ, বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলতাইওয়ানের কাছ থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ, বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল
এ ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন ডাকা হয়েছে।
বিবিসি বলছে, দ্বিতীয় দফা বিস্ফোরণের পর হিজবুল্লাহর শক্ত অবস্থান থাকা দাহিয়া এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ওই এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনসহ যোগাযোগের যন্ত্র থেকে দুরে থাকতে বলা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে লেবাননে অন্তত ৯ জন নিহত হন। এতে আহত হন ২ হাজার ৮০০ জনের মতো। আহতদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন।
এই বিস্ফোরণ হয়েছে লেবাবননজুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে।