০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয়

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম দিন জয় পেয়েছে সব বড় দল। বিগ ম্যাচে লিভারপুলের কাছে ৩-১ গোলে হেরে গেছে এসি মিলান। স্টুটগার্টের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় একই ব্যবধানে। তবে দিনামো জাগরেবকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের হ্যাটট্রিকে বাভারিয়ানদের জয় ৯-২ গোলে। এছাড়াও পিএসভি আইন্দহফেনকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। আর লিলের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে স্পোর্টিং লিসবন।

নটিংহ্যাম ফরেস্টের কাছে লিগ ম্যাচ হারের পর অস্বস্তি ছিল লিভারপুল ডেরায়। এক মৌসুম পর ইংলিশ লিগ খেলতে এসে শুরুতেই হ্যাভিওয়েইট এসি মিলানের বিপক্ষে ম্যাচ পড়ায় চিন্তার ভাঁজও ছিল অলরেড সমর্থকদের কপালে। তবে দারুন জয়ে উড়ে গেল সব শঙ্কা।

সানসিরোয় অবশ্য শুরুটা রোজোনেরিদের। তিন মিনিটের মধ্যে স্বাগতিকদের আনন্দে ভাসান এসি মিলান উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিক। তবে সেই লিডের স্থায়িত্ব ছিল বিশ মিনিট। ট্রেন্ট আলেক্সেন্ডার আর্নোল্ডের ফ্রি কিক থেকে সফরকারীদের সমতায় ফেরান ইব্রাহিমা কোনাতে।

বিরতির আগেই এগিয়ে যায় অল রেডস। ক্লোজ রেঞ্জ হেডার থেকে এবার স্কোরশিটে নাম তোলেন ভার্জিল ফন ডাইক। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে আর্নে স্লট শীষ্যরা। কোডি গেকপো নৈপুণ্যে ব্যবধান বাড়ান ডমিনিক সবোজলাই। মোহাম্মদ সালাহর শট একাধিকবার বারপোস্ট লেগে না ফিরলে লিভারপুলের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।

এদিকে রিয়ালের জয়ের রাতে রেকর্ড গড়েছেন এন্দ্রিক। রিয়াল মাদ্রিদের সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ১৮ বছর ৫৮ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে গোলের কীর্তি গড়েছেন ব্রাজিলের তরুণ তুর্কী। ৮০ মিনিটে জুড বেলিংহ্যামের বদলি হিসেবে নেমে ভেঙেছেন ক্লাব কিংবদন্তি রাউল গঞ্জালেজের রেকর্ড।

বার্ন্যাবুতে এর আগে স্টুটগার্টের বিপক্ষে লসব্লাঙ্কোদের অপেক্ষা দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বিরতি থেকে নেমেই গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। রিয়াল জার্সতে চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল ফ্রেঞ্চ ফরোয়ার্ডের।

তবে সমতায় ফিরেছিল স্টুটগার্ট দেনিজ উন্দাবের হেডারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এন্দ্রিকের শেষ মুহূর্তের গোলের আগেই মাথা ছুঁইয়ে স্বাগতিকদের এগিয়ে নেন অ্যান্টোনিও রুডিগার। হারলেও চ্যাম্পিয়নদের বিরূদ্ধে চোখে চোখ রেখে লড়েছে স্টুটগার্ড।

এদিকে দিনামো জাগরেবকে এদিন গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যাটট্রিকসহ চার গোল করেছেন হ্যারি কেইন। ৩৩ গোল করে ইংলিশ ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার এখন এই স্ট্রাইকার। ছাড়িয়ে গেছেন ওয়েইন রুনিকে। শুধু তাই নয় বাভারিয়ানদের হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন কেন। ৫০ ম্যাচে ৫৩ গোল এ ফুটবলারের।

এছাড়াও ক্রোয়েশিয়ান ক্লাবটিকে ৯-২ গোলের বড় ব্যবধানে হারানোয় অবদান রাখেন রাফায়েল গেরেইরো, মিশেল ওলিসে, লেরয় সানে ও লিয়ন গরেৎস্কা। জাগেবের হয়ে শান্তনার গোল পেতকেএাবিচ ও ওগিভারার।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয়

আপডেট : ০১:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম দিন জয় পেয়েছে সব বড় দল। বিগ ম্যাচে লিভারপুলের কাছে ৩-১ গোলে হেরে গেছে এসি মিলান। স্টুটগার্টের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় একই ব্যবধানে। তবে দিনামো জাগরেবকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের হ্যাটট্রিকে বাভারিয়ানদের জয় ৯-২ গোলে। এছাড়াও পিএসভি আইন্দহফেনকে ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। আর লিলের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে স্পোর্টিং লিসবন।

নটিংহ্যাম ফরেস্টের কাছে লিগ ম্যাচ হারের পর অস্বস্তি ছিল লিভারপুল ডেরায়। এক মৌসুম পর ইংলিশ লিগ খেলতে এসে শুরুতেই হ্যাভিওয়েইট এসি মিলানের বিপক্ষে ম্যাচ পড়ায় চিন্তার ভাঁজও ছিল অলরেড সমর্থকদের কপালে। তবে দারুন জয়ে উড়ে গেল সব শঙ্কা।

সানসিরোয় অবশ্য শুরুটা রোজোনেরিদের। তিন মিনিটের মধ্যে স্বাগতিকদের আনন্দে ভাসান এসি মিলান উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিক। তবে সেই লিডের স্থায়িত্ব ছিল বিশ মিনিট। ট্রেন্ট আলেক্সেন্ডার আর্নোল্ডের ফ্রি কিক থেকে সফরকারীদের সমতায় ফেরান ইব্রাহিমা কোনাতে।

বিরতির আগেই এগিয়ে যায় অল রেডস। ক্লোজ রেঞ্জ হেডার থেকে এবার স্কোরশিটে নাম তোলেন ভার্জিল ফন ডাইক। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে আর্নে স্লট শীষ্যরা। কোডি গেকপো নৈপুণ্যে ব্যবধান বাড়ান ডমিনিক সবোজলাই। মোহাম্মদ সালাহর শট একাধিকবার বারপোস্ট লেগে না ফিরলে লিভারপুলের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।

এদিকে রিয়ালের জয়ের রাতে রেকর্ড গড়েছেন এন্দ্রিক। রিয়াল মাদ্রিদের সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ১৮ বছর ৫৮ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে গোলের কীর্তি গড়েছেন ব্রাজিলের তরুণ তুর্কী। ৮০ মিনিটে জুড বেলিংহ্যামের বদলি হিসেবে নেমে ভেঙেছেন ক্লাব কিংবদন্তি রাউল গঞ্জালেজের রেকর্ড।

বার্ন্যাবুতে এর আগে স্টুটগার্টের বিপক্ষে লসব্লাঙ্কোদের অপেক্ষা দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বিরতি থেকে নেমেই গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। রিয়াল জার্সতে চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল ফ্রেঞ্চ ফরোয়ার্ডের।

তবে সমতায় ফিরেছিল স্টুটগার্ট দেনিজ উন্দাবের হেডারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এন্দ্রিকের শেষ মুহূর্তের গোলের আগেই মাথা ছুঁইয়ে স্বাগতিকদের এগিয়ে নেন অ্যান্টোনিও রুডিগার। হারলেও চ্যাম্পিয়নদের বিরূদ্ধে চোখে চোখ রেখে লড়েছে স্টুটগার্ড।

এদিকে দিনামো জাগরেবকে এদিন গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় হ্যাটট্রিকসহ চার গোল করেছেন হ্যারি কেইন। ৩৩ গোল করে ইংলিশ ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার এখন এই স্ট্রাইকার। ছাড়িয়ে গেছেন ওয়েইন রুনিকে। শুধু তাই নয় বাভারিয়ানদের হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন কেন। ৫০ ম্যাচে ৫৩ গোল এ ফুটবলারের।

এছাড়াও ক্রোয়েশিয়ান ক্লাবটিকে ৯-২ গোলের বড় ব্যবধানে হারানোয় অবদান রাখেন রাফায়েল গেরেইরো, মিশেল ওলিসে, লেরয় সানে ও লিয়ন গরেৎস্কা। জাগেবের হয়ে শান্তনার গোল পেতকেএাবিচ ও ওগিভারার।