শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সংস্কার উদ্যোগে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘের ‘বাংলাদেশকে দুর্নীতির রোল মডেল করেছেন শেখ হাসিনা’ গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও প্রেম করছেন মধুমিতা, বিয়ে কবে? শেখ হাসিনাকে ‘ট্রাভেল ডকুমেন্ট’ দিয়েছে ভারত স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ রাষ্ট্র সংস্কারের ধারা ও পদ্ধতির সূচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই শরৎ শেষ না হতেই উত্তরে শীতের আনাগোনা দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে হারল পাকিস্তান বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি

ব্যাংকিং খাত শক্তিশালী করতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক / ২৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
ব্যাংকিং খাত শক্তিশালী করতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এদিকে ব্যাংক খাতের বেহাত হওয়া সম্পদ উদ্ধারে ও বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করতে ঋণ দিতে বিশ্বব্যাংক ইচ্ছুক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

আর্থিক খাতে স্থিতিশীলতা ও ব্যাংক লোপাট ঠেকাতে গত দেড় মাসে ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকেই দেয়া হয়েছে নতুন পর্ষদ। কিন্তু গত দেড় বছরে ব্যাংক খাত শূণ্য করে গেছে সাবেক আর্থিক কর্তৃপক্ষ। তাতে বেড়েছে ঋণ খেলাপি, সংকটে পড়ে ব্যাংকের তারল্য এছাড়াও অর্থপাচারে ভঙ্গুর হয়ে পড়ে পুরো খাত।

এমন পরিস্থিতি থেকে উত্তোরণে গঠন করা হয়েছে টাস্কফোর্স। নানা উদ্যোগে এখন বাজেট সহায়তা ও ব্যাংকিং খাত সংস্কারে ঋণ দিতে ইচ্ছুক দাতা সংস্থাগুলো। তারই প্রেক্ষিতে এক বিলিয়ন ডলার দিতে আগ্রহী বিশ্বব্যাংক। আজ গভর্নরের সাথে বৈঠকে ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা দিতে আশ্বাস দেন মার্টিন রাইজার।

বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেন, ‘এটা এ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। আমি উপদেষ্টার কাছ থেকে শুনে খুশি হয়েছি যে, তারা রাজস্ব আহরণ বাড়াতে ব্যাংকিংখাতে কাঠামোগত সংস্কারের একটি পরিকল্পনা নিয়েছে। আমরা এটাই আলোচনা করেছি, এই পদক্ষেপে বিশ্বব্যাংক তাদের কীভাবে সহায়তা করতে পারে।’

এদিকে ব্যাংক খাতের বেহাত হওয়া সম্পদ উদ্ধারে, টাস্কফোর্সের কারিগরি সহায়তা ও বাংলাদেশ ব্যাংকের শক্তিশালী করতে ঋণ দিতে ইচ্ছুক বিশ্বব্যাংক জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘কারিগরি সহায়তায় অর্থে যেটা বলা হয়েছে সেটা হলো বাংলাদেশ ব্যাংকে সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা বিশ্বব্যাংকের টাকার কথা প্রত্যাশা করছি। সেন্ট্রাল ব্যাংকে শক্তিশালী করার জন্য বিশ্বব্যাংক টাকা দিবে। এছাড়াও বিশ্বব্যাংক আমাদেরকে টেকনিক্যাল এ্যাসিট্যান্স দিবে। যাতে করে স্টোলেন রিকভারিতে সফল হতে পারি।’

এদিকে এই অর্থের সুদের হার কি হবে তা নিয়ে এখনও কোনো আলোচনা না হলেও তা আন্তর্জাতিক সুদের হারে পাবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ