গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪০
- আপডেট সময় : ০২:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
যুদ্ধবিধ্বস্ত গাজায় থামছে না ইসরায়েলি হামলা। প্রতিদিনই প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। গতকাল বৃহস্পতিবারের হামলায় ইসরায়েলি বোমায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এরপর গাজা সিটিতে দুটি হামলায় প্রাণ হারিয়েছেন আরো ১২ ফিলিস্তিনি।
এ নিয়ে গাজায় গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় প্রাণ গেল ৪১ হাজার ৩০০ জনের। এ ছাড়া আহতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। গাজার বেসামরিক কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার দুই শিশু ও এক নারীসহ অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলার পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শহরে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে বিমান হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি যুদ্ধবিমান আজাম পরিবারের একটি বহুতল বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে হতাহতের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ও আহতদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি ভিডিওতে দেখা গেছে, পশ্চিম তীরের কাবাতিয়াতে ইসরায়েলি সৈন্যরা একটি ছাদ থেকে মরদেহ ঠেলে ফেলছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।