শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিয়ানমার থেকে ফিরেছে নিহত-আহত জেলেসহ ৭২ মাঝি-মাল্লা বাংলাদেশকে সহজে হারাল ওয়েস্ট ইন্ডিজ ‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে ভারত-মিয়ানমারও ভালো থাকবে না’ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু সেনা প্রধানের সাথে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ হিযবুত তাহরীরকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ভারত হিজবুল্লাহর দেড় শতাধিক রকেট হামলায় ইসরাইলে নিহত ২ ইসরায়েলেই বড় হামলার পরিকল্পনা ৫ ইসরায়েলির! সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং বিষাদের সুর ছড়িয়ে নাদাল জানিয়ে দিলেন বিদায় কণ্ঠশিল্পী মমতাজসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা ট্রাইব্যুনালে গণহত্যার বিচারপ্রক্রিয়া শুরু আগামী সপ্তাহে রাতারাতি নিত্যপণ্যের দাম কমানো সম্ভব নয়: বাণিজ্য মন্ত্রণালয় জুলাইয়ে চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল গণপরিষদ গঠন কিংবা সংবিধান পুনর্লিখন নয়: সালাউদ্দিন আহমেদ ফ্যসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি: নজরুল ইসলাম নিজের বক্তব্য নিজেই ভাইরাল করছেন হাসিনা: রুহুল কবির রিজভী ‘পূজা হবে শান্তিপূর্ণ, মাঝে মধ্যে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা’ ৭ কোটি টাকায় নির্মাণ অথচ সেতুতেই ওঠার উপায় নেই মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ৩

বার্সাকে টেনে মাটিতে নামিয়েছে মোনাকো

স্পোর্টস ডেস্ক / ২৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
বার্সাকে টেনে মাটিতে নামিয়েছে মোনাকো
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হানফি ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। লা লিগায় টানা পাঁচ ম্যাচ জেতার সুখস্মৃতি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছিল কাতালান ক্লাবটি। উড়তে থাকা বার্সাকে টেনে মাটিতে নামিয়েছে ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগে খেলতে নামা মোনাকো। ঘরের মাঠ স্তাদ লুইস দো স্টেডিয়ামে ফ্লিকের দলকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি।

গতকাল ম্যাচের শুরুর দিকেই জোড়া ধাক্কা খায় বার্সা। দশম মিনিটে বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় ফাউল করে লাল কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১০ জনের হয়ে পড়ায় ধাক্কা সামলে উঠতে না উঠতেই ১৬তম মিনিটে গোল খেয়ে বসে ফ্লিকের দল। বক্সের ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জোরাল শটে বার্সার জালে বল জড়ান মাগনেস আকলিওচে। সেটি চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের।

গোল পেয়ে উজ্জীবিত মোনাকো আরও চেপে ধরে ১০ জনের বার্সাকে। একের পর এক আক্রমণ তৈরি করে যায় দলটি। তবে ২৮তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক শটে স্কোরলাইন ১-১ করেন লামিন ইয়ামাল।

গতকালের ম্যাচটা ম্যাচটা ইয়ামালের জন্য মাইলফলকের ছিল। ১৭ বছর কিংবা এর চেয়ে কম বয়সে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ (১১টি) খেলতে নামার রেকর্ডটা গতকালই নিজের করেন করে নেন স্প্যানিশ স্ট্রাইকার। মাইলফলক রাঙানোর ম্যাচে গোল করে আবার দলকে ম্যাচে ফেরালেন। সে গোলটাও উঠেছে রেকর্ড বইয়ে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে আনসু ফাতির (১৭ বছর ৪০ দিন) পর দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা এখন ইয়ামাল (১৭ বছর ৬৮ দিন)।

কিন্তু ইয়ামালের এ কীর্তি ছাপিয়ে দিনটা নিজের করে নিয়েছেন মোনাকোর বদলি নামা জর্জ লেনিকেনা। দারুণ এক প্রতিআক্রমণে বার্সার জালে বল জড়ান ফরাসি সেন্টার ফরোয়ার্ড। লেনিকেনার এ গোলটাও উঠেছে রেকর্ডের পাতায়।

মোনাকোর ইতিহাসে চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা এখন লেনিকেনা (১৮ বছর ৩৪ দিন)। আগের রেকর্ডটি ছিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ১৮ বছর ৬৩ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোল পেয়েছিলেন এমবাপ্পে।

এমবাপ্পের রেকর্ড ভাঙার সঙ্গে আরও একটা কীর্তি যোগ হয়েছে লেনিকেনার নামের পাশে। চ্যাম্পিয়নস লিগ ইতিহসে প্রথম ফুটবলার হিসেবে একই প্রতিপক্ষের বিপক্ষে পরপর দুই ম্যাচে ভিন্ন দুই ক্লাবের হয়ে গোল করেছেন লেনিকেনা। গতকালের আগে ২০২৩ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আন্তওয়ার্পের হয়ে বার্সার জালে বল জড়িয়েছিলেন তিনি।

এদিকে মোনাকোর বিপক্ষে হেরেও ইতিবাচক থাকার কথা জানিয়েছেন বার্সা কোচ ফ্লিক। এরিক গার্সিয়ার লাল কার্ড খেয়ে উঠে যাওয়াকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলেও উল্লেখ করেছেন তিনি। ম্যাচ শেষে ফ্লিক বলেছেন, ‘ওই লালকার্ডই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। কিন্তু আমি এটাকে (হার) ইতিবাচকভাবেই দেখছি। (১০ জন হয়েও) আমরা যেমন রক্ষণচেষ্টা চালিয়ে গেছি, আবার দল হিসেবেও আক্রমণ করেছি। আমরা কিছু সুযোগ পেয়েছিলাম। কিন্তু জয়টা ওদের প্রাপ্য ছিল।’

ফ্লিক যোগ করেন, ‘আমি ছেলেদের বলেছি মাথা উঁচু রাখতে। কারণ ওরা খুব হতাশ হয়ে পড়েছে। এখন আমাদের আগামী রবিবারের (লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে) ম্যাচে ফোকাস করতে হবে। এখন সময় ঘুরে দাঁড়ানোর। আশা করি খেলোয়াড়রা অনেক শক্তি নিয়েই ফেরত আসবে।’

বার্সার হেরে যাওয়ার দিনে চ্যাম্পিয়নস লিগের ভিন্ন ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও লাইপজিগের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছ আতলেতিকো মাদ্রিদ। আতালান্তা-আর্সেনাল ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ