ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সকাল সাড়ে ১০টায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে সুনামগঞ্জ সদর থানা থেকে আদালতে নিয়ে আসা হয়।

দ্রুত বিচার আইন মামলার আদালত আজ না থাকায় মুখ্য বিচারিক আদালতের বিচারক ফারহান ছাদিক সাবেক এমএ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় এম এ মান্নানের পক্ষে দুজন আইনজীবী জামিন আবেদন করেন এবং তাঁর স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনা করে হাসপাতালে পাঠানোর জন্য আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, এম এ মান্নানসহ আওয়ামী লীগ নেতাদের নির্দেশে ছাত্রসহ আইনজীবীদের ওপরও পুলিশ হামলা করে। আজ যেহেতু দ্রুত বিচার আদালত বসেনি তাই এম এ মান্নানকে কারাগারে প্রেরণ করেন আদালত।

এদিকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নির্বাচনী এলাকা শান্তিগঞ্জের পাগলাবাজার এলাকায় শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ অভিযান পরিচালনা করে এম এ মান্নানকে গ্রেপ্তার করে।

ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আহত জহুর আলীর ভাই হাফিজ আলী বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নামে সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

আপডেট সময় : ০২:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সকাল সাড়ে ১০টায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে সুনামগঞ্জ সদর থানা থেকে আদালতে নিয়ে আসা হয়।

দ্রুত বিচার আইন মামলার আদালত আজ না থাকায় মুখ্য বিচারিক আদালতের বিচারক ফারহান ছাদিক সাবেক এমএ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় এম এ মান্নানের পক্ষে দুজন আইনজীবী জামিন আবেদন করেন এবং তাঁর স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনা করে হাসপাতালে পাঠানোর জন্য আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, এম এ মান্নানসহ আওয়ামী লীগ নেতাদের নির্দেশে ছাত্রসহ আইনজীবীদের ওপরও পুলিশ হামলা করে। আজ যেহেতু দ্রুত বিচার আদালত বসেনি তাই এম এ মান্নানকে কারাগারে প্রেরণ করেন আদালত।

এদিকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নির্বাচনী এলাকা শান্তিগঞ্জের পাগলাবাজার এলাকায় শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ অভিযান পরিচালনা করে এম এ মান্নানকে গ্রেপ্তার করে।

ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আহত জহুর আলীর ভাই হাফিজ আলী বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নামে সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে।