আগামী সপ্তাহে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন
- আপডেট সময় : ০২:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
আগামী সপ্তাহে আমেরিকার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বার্ষিক এই আয়োজনে ১৩০টিরও বেশি দেশের নেতা বৈঠকে বসবেন। ইসরাইল ও ফিলিস্তিনের হামাস এবং রাশিয়া-ইউক্রেনের সংঘাত এবার সাধারণ পরিষদের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে। যদিও কূটনীতিক ও বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাতগুলোর শান্তিপূর্ণ সমাধানের অগ্রগতির সম্ভাবনা খুব কম। আলোচনা হতে পারে জলবায়ু সংকট ও মানবিক বিপর্যয় বিষয়েও।
জাতিসংঘের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২২-২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সমবেত হবেন সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। ২৪ সেপ্টেম্বর শুরু হবে সাধারণ বিতর্ক। ‘কাউকে পিছিয়ে না রেখে: বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতির জন্য একসাথে কাজ করা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বার্ষিক বিতর্কে অংশ নেবেন বিশ্ব নেতারা। শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে পরস্পরের সাথে জড়িত বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান অন্বেষণ করবেন তারা।
আন্তর্জাতিক সংকট বিশেষজ্ঞ রিচার্ড গোয়ান বলেছেন, গাজা, ইউক্রেন ও সুদানের সংঘর্ষ এবার সাধারণ পরিষদে তিনটি প্রধান আলোচ্য থাকবে। মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা, বিশেষ করে হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের সঙ্গে তাদের সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নিয়ে আলোচনা হবে বিতর্কে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাধারণ পরিষদে আবারও বক্তব্য দেবেন এবং ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান নিয়ে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন।
প্রতিবছরের মতো এবারও সাধারণ পরিষদের অধিবেশনে একত্রিত হওয়া বিশ্ব নেতাদের কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ততা থাকবে। সাধারণ পরিষদের অধিবেশনে মূল আলোচনার পাশাপাশি শত শত দ্বিপাক্ষিক বৈঠক এবং নানা ধরনের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের আলোচনার মধ্যমণিতে থাকবে আমেরিকার আসন্ন নির্বাচন। এছাড়া দুর্ভিক্ষের প্রকোপ দেখা দেওয়া সুদান, হাইতির গ্যাং সহিংসতা এবং আফগানিস্তানে তালেবানদের দ্বারা নারীদের অধিকার হরণ-এই বিষয়গুলো নিয়েও আলাদা আলোচনার আয়োজন করা হবে।
আগামী ৩০শে সেপ্টেম্বর শেষ হবে জাতিসংঘের বার্ষিক এই আয়োজন।