‘ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ারা কোথায়’
- আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
আওয়ামী সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ব্যক্তিরা এখন কোথায় আছেন এবং তাদের কারা পালাতে সাহায্য করেছে, তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এমন প্রশ্ন তোলেন তিনি।
সেলিমা রহমান বলেন, ‘শুধুমাত্র আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে দানবীয় সরকার দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়েছিল বলেই আজ দেশ স্বাধীন।’
তিনি আরও বলেন, ‘আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। কারণ বিএনপি শেখ হাসিনা সরকারের আতঙ্ক ছিল।’
নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’