০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা

ঘনিয়ে আসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টুর্নামেন্টটি। তার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিয়েছে শ্রীলঙ্কায়। ‘এ’ দলের ব্যানারে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন জ্যোতি-ফাহিমারা।

শ্রীলঙ্কার মাটিতেই তাদের ৪-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে টানা জয় পায় বাংলাদেশ। জিতে নেয় সিরিজ। চতুর্থ ম্যাচে হারলেও শেষ ম্যাচে ফের জয়ের স্বাদ নেয় বাংলার নারীরা। সফল এক সিরিজ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) নারীদের দেশে ফেরার খবর জানানো হয়। দারুণ একটি সফর শেষ করার পর বাংলাদেশের চোখ এখন বিশ্বকাপে। যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশে।

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই ও শারজাহ-তে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০৬:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ঘনিয়ে আসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টুর্নামেন্টটি। তার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিয়েছে শ্রীলঙ্কায়। ‘এ’ দলের ব্যানারে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন জ্যোতি-ফাহিমারা।

শ্রীলঙ্কার মাটিতেই তাদের ৪-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। প্রথম তিন ম্যাচে টানা জয় পায় বাংলাদেশ। জিতে নেয় সিরিজ। চতুর্থ ম্যাচে হারলেও শেষ ম্যাচে ফের জয়ের স্বাদ নেয় বাংলার নারীরা। সফল এক সিরিজ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) নারীদের দেশে ফেরার খবর জানানো হয়। দারুণ একটি সফর শেষ করার পর বাংলাদেশের চোখ এখন বিশ্বকাপে। যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশে।

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই ও শারজাহ-তে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।