বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় পা রেখেছেন নতুন কোচ ফিল সিমন্স বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা সনাতন ধর্মাবলম্বীদের আজ লক্ষ্মীপূজা রাষ্ট্রীয়ভাবে বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস ‘সুষ্ঠু নির্বাচনের জন্যই ড. ইউনূসের সরকারকে ক্ষমতায় বসানো’ গণহত্যায় জড়িত সাংবাদিকরাও ছাড় পাবে না: আসিফ নজরুল ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৮ জন ভর্তি বৃহস্পতিবার থেকে শুরু হবে ট্রাইব্যুনালের বিচার কাজ আবারও দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা ডিমের নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর সরকার ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিয়েছে: প্রধান উপদেষ্টা আরও একবছর চাপে থাকবে বাংলাদেশের অর্থনীতি- বিশ্ব ব্যাংক ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন ভর্তুকি মূল্যে কৃষিপণ্য: ডিমের ডজন ১৩০, আলুর কেজি ৩০ জুলাই-আগস্টে আহতের চাকরি দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা দিনাজপুরের ২০ কলেজে পাস করেনি কেউ হাথুরুসিংহেকে অব্যাহতি, নতুন কোচ ফিল সিমন্স এজলাসে অঝোরে কাঁদলেন ড. আব্দুর রাজ্জাক ১৬ বছরে দেশের ক্ষতি ঠিক করতে ১০ বছর লাগবে: উপদেষ্টা আসিফ

চেন্নাইয়ে জিততে বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫

স্পোর্টস ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
চেন্নাইয়ে জিততে বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে রান পাহাড়ে চড়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলো স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৯ রান। বাংলাদেশ ফলোঅনে পড়লেও না করিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। এতে করে ম্যাচটিতে জয় পেতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১৫ রানের।

টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। তাই ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ডই গড়তে হবে। হাতে সময় আছে আড়াই দিন। টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

শনিবার (২১ সেপ্টেম্বর) এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে টিম ইন্ডিয়া। জোড়া সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল ও ঋষভ পন্ত। চতুর্থ উইকেটে দু’জনে গড়েন ১৬৭ রানের জুটি। ২১ মাস পর টেস্টে ফিরে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন পন্ত। ব্যক্তিগত ১০৯ রানে পন্তকে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদি মিরাজ।

অন্যদিকে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে পঞ্চম শতক তুলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। ১৭৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ২২ রানে অপরাজিত থাকেন রাহুল।

গতকাল দ্বিতীয় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ দুটি, একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ