ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘বুড়ো’ ট্যাগটা এখন থেকে সাকিবের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৭১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে মোহাম্মদ রফিক বড় তারকার নাম। এই বাঁহাতি অলরাউন্ডার দেশের হয়ে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নামের পাশে লিখিয়েছেন অসংখ্য রেকর্ড। তবে এবার লম্বা সময় ধরে রাখা এক রেকর্ড খুইয়েছেন রফিক।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রফিকের দীর্ঘ দিনের রেকর্ড চেন্নাই টেস্টে খেলতে নেমেই ভেঙেছেন সাকিব আল হাসান।

চেন্নাইয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারে পরিণত হয়েছেন সাকিব। যা এতদিন ছিল মোহাম্মদ রফিকের দখলে।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে (আজ) সাকিব খেলতে নামেন ৩৭ বছর ১৮১ দিন বয়সে। আর তাতেই সবচেয়ে বয়স্ক বাংলাদেশি টেস্ট ক্রিকেটারের তকমা সাকিবের হয়ে যায়।

রফিক তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ৩৭ বছর ১৮০ দিন বয়সে। চট্টগ্রামে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি চারদিনে শেষ হয়ে যায়। সেই টেস্টটি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান রফিক।

টেস্টে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি ইংলিশ কিংবদন্তি উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে ৫২ বছর ১৬৫ দিনে নিজের শেষ টেস্টটি খেলেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

‘বুড়ো’ ট্যাগটা এখন থেকে সাকিবের

আপডেট সময় : ১০:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে মোহাম্মদ রফিক বড় তারকার নাম। এই বাঁহাতি অলরাউন্ডার দেশের হয়ে ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নামের পাশে লিখিয়েছেন অসংখ্য রেকর্ড। তবে এবার লম্বা সময় ধরে রাখা এক রেকর্ড খুইয়েছেন রফিক।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রফিকের দীর্ঘ দিনের রেকর্ড চেন্নাই টেস্টে খেলতে নেমেই ভেঙেছেন সাকিব আল হাসান।

চেন্নাইয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারে পরিণত হয়েছেন সাকিব। যা এতদিন ছিল মোহাম্মদ রফিকের দখলে।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে (আজ) সাকিব খেলতে নামেন ৩৭ বছর ১৮১ দিন বয়সে। আর তাতেই সবচেয়ে বয়স্ক বাংলাদেশি টেস্ট ক্রিকেটারের তকমা সাকিবের হয়ে যায়।

রফিক তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ৩৭ বছর ১৮০ দিন বয়সে। চট্টগ্রামে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি চারদিনে শেষ হয়ে যায়। সেই টেস্টটি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান রফিক।

টেস্টে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি ইংলিশ কিংবদন্তি উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে ৫২ বছর ১৬৫ দিনে নিজের শেষ টেস্টটি খেলেছিলেন তিনি।