০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাইয়ে জিততে বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫

অবশেষে রান পাহাড়ে চড়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলো স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৯ রান। বাংলাদেশ ফলোঅনে পড়লেও না করিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। এতে করে ম্যাচটিতে জয় পেতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১৫ রানের।

টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। তাই ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ডই গড়তে হবে। হাতে সময় আছে আড়াই দিন। টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

শনিবার (২১ সেপ্টেম্বর) এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে টিম ইন্ডিয়া। জোড়া সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল ও ঋষভ পন্ত। চতুর্থ উইকেটে দু’জনে গড়েন ১৬৭ রানের জুটি। ২১ মাস পর টেস্টে ফিরে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন পন্ত। ব্যক্তিগত ১০৯ রানে পন্তকে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদি মিরাজ।

অন্যদিকে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে পঞ্চম শতক তুলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। ১৭৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ২২ রানে অপরাজিত থাকেন রাহুল।

গতকাল দ্বিতীয় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ দুটি, একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

চেন্নাইয়ে জিততে বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫

আপডেট : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

অবশেষে রান পাহাড়ে চড়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলো স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৯ রান। বাংলাদেশ ফলোঅনে পড়লেও না করিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। এতে করে ম্যাচটিতে জয় পেতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১৫ রানের।

টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। তাই ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে বিশ্বরেকর্ডই গড়তে হবে। হাতে সময় আছে আড়াই দিন। টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

শনিবার (২১ সেপ্টেম্বর) এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে টিম ইন্ডিয়া। জোড়া সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল ও ঋষভ পন্ত। চতুর্থ উইকেটে দু’জনে গড়েন ১৬৭ রানের জুটি। ২১ মাস পর টেস্টে ফিরে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন পন্ত। ব্যক্তিগত ১০৯ রানে পন্তকে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদি মিরাজ।

অন্যদিকে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে পঞ্চম শতক তুলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। ১৭৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। ২২ রানে অপরাজিত থাকেন রাহুল।

গতকাল দ্বিতীয় ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ উইকেটে পন্ত-গিলের জুটির সৌজন্যে সেই ধাক্কা সামলে ওঠে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ দুটি, একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।