০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশে সাইফুজ্জামান চৌধুরীর গতিবিধির তথ্য নিচ্ছে দুদক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০২:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮ দেখেছেন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গতিবিধির তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দল। গেল এক মাসে তিনি একাধিকবার লন্ডন ও দুবাইয়ে তাঁর অবস্থান পরিবর্তন করেছেন। আদালত আদেশ দিলেই তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে দুদক। এরইমধ্যে সাইফুজ্জামানের বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাংলাদেশি টাকায় বাড়িগুলোর বর্তমান বাজারমূল্য ৩ হাজার ৮২৪ কোটি টাকার বেশি। দেশ থেকে পাচার করা অর্থেই তিনি ক্রয় করেন বাড়িগুলো। কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

এই প্রতিবেদনটি আমলে এনে অনুসন্ধানে সংযুক্ত করার সিন্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটি জানায়, প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে সাইফুজ্জামানের সম্পদ অনুসন্ধানের আবারও আবেদন করা হবে।

দুদক কমিশনার জহুরুল হক বলেন, সাইফুজ্জামানের সম্পদ অনুসন্ধান ও এরপর যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে দুদক যথেষ্ট তৎপর রয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, গত বছর ডিসেম্বরে সাইফুজ্জামানের অবৈধ সম্পদের বিষয়টি সরকারের নজরে এলেও, কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

অভিযোগ ওঠার পর পর্যাপ্ত সময় পেয়ে সাইফুজ্জামান চৌধুরী অনেক তথ্য নষ্ট করে ফেলেছেন বলেও ধারণা করছেন ড. ইফতেখারুজ্জামান ।

বিদেশে সাইফুজ্জামান চৌধুরীর গতিবিধির তথ্য নিচ্ছে দুদক

আপডেট : ০২:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গতিবিধির তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দল। গেল এক মাসে তিনি একাধিকবার লন্ডন ও দুবাইয়ে তাঁর অবস্থান পরিবর্তন করেছেন। আদালত আদেশ দিলেই তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে দুদক। এরইমধ্যে সাইফুজ্জামানের বিদেশে থাকা সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাংলাদেশি টাকায় বাড়িগুলোর বর্তমান বাজারমূল্য ৩ হাজার ৮২৪ কোটি টাকার বেশি। দেশ থেকে পাচার করা অর্থেই তিনি ক্রয় করেন বাড়িগুলো। কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

এই প্রতিবেদনটি আমলে এনে অনুসন্ধানে সংযুক্ত করার সিন্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটি জানায়, প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে সাইফুজ্জামানের সম্পদ অনুসন্ধানের আবারও আবেদন করা হবে।

দুদক কমিশনার জহুরুল হক বলেন, সাইফুজ্জামানের সম্পদ অনুসন্ধান ও এরপর যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে দুদক যথেষ্ট তৎপর রয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, গত বছর ডিসেম্বরে সাইফুজ্জামানের অবৈধ সম্পদের বিষয়টি সরকারের নজরে এলেও, কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

অভিযোগ ওঠার পর পর্যাপ্ত সময় পেয়ে সাইফুজ্জামান চৌধুরী অনেক তথ্য নষ্ট করে ফেলেছেন বলেও ধারণা করছেন ড. ইফতেখারুজ্জামান ।