ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোয়াড নেতাদের ‘গভীর উদ্বেগ’

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৮৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোয়াডের শীর্ষ সম্মেলনে দক্ষিণ চীন সাগর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জোটটির নেতারা। এবারের সম্মেলনে ভারত মহাসাগরে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আলোচনা করেছেন জোট নেতারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হহয়।

যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ডেলাওয়ারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় গঠিত চার দেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। সম্মেলনের নেতৃত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

মুদ্রিক নিরাপত্তা জোরদারে যৌথ কোস্ট গার্ড অভিযান ও সামুদ্রিক পর্যবেক্ষণের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কোয়াডের নেতারা। এছাড়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহ করার বিষয়েও একমত হন তাঁরা।

সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, ‘পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তবে উদ্বেগ প্রকাশ করলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ চীন সাগর পরিস্থিতি নিয়ে কোয়াড নেতাদের ‘গভীর উদ্বেগ’

আপডেট সময় : ০১:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

কোয়াডের শীর্ষ সম্মেলনে দক্ষিণ চীন সাগর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জোটটির নেতারা। এবারের সম্মেলনে ভারত মহাসাগরে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আলোচনা করেছেন জোট নেতারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হহয়।

যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার ডেলাওয়ারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় গঠিত চার দেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। সম্মেলনের নেতৃত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

মুদ্রিক নিরাপত্তা জোরদারে যৌথ কোস্ট গার্ড অভিযান ও সামুদ্রিক পর্যবেক্ষণের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কোয়াডের নেতারা। এছাড়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহ করার বিষয়েও একমত হন তাঁরা।

সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, ‘পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তবে উদ্বেগ প্রকাশ করলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি।