শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিয়ানমার থেকে ফিরেছে নিহত-আহত জেলেসহ ৭২ মাঝি-মাল্লা বাংলাদেশকে সহজে হারাল ওয়েস্ট ইন্ডিজ ‘দেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে ভারত-মিয়ানমারও ভালো থাকবে না’ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু সেনা প্রধানের সাথে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ হিযবুত তাহরীরকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ভারত হিজবুল্লাহর দেড় শতাধিক রকেট হামলায় ইসরাইলে নিহত ২ ইসরায়েলেই বড় হামলার পরিকল্পনা ৫ ইসরায়েলির! সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং বিষাদের সুর ছড়িয়ে নাদাল জানিয়ে দিলেন বিদায় কণ্ঠশিল্পী মমতাজসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা ট্রাইব্যুনালে গণহত্যার বিচারপ্রক্রিয়া শুরু আগামী সপ্তাহে রাতারাতি নিত্যপণ্যের দাম কমানো সম্ভব নয়: বাণিজ্য মন্ত্রণালয় জুলাইয়ে চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল গণপরিষদ গঠন কিংবা সংবিধান পুনর্লিখন নয়: সালাউদ্দিন আহমেদ ফ্যসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি: নজরুল ইসলাম নিজের বক্তব্য নিজেই ভাইরাল করছেন হাসিনা: রুহুল কবির রিজভী ‘পূজা হবে শান্তিপূর্ণ, মাঝে মধ্যে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা’ ৭ কোটি টাকায় নির্মাণ অথচ সেতুতেই ওঠার উপায় নেই মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ৩

৯ গোলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক / ২৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন
৯ গোলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের অংশগ্রহণে জমজমাট আসর শুরু হয়েছে টুর্নামেন্টটির। গ্রুপ ‘সি’ থেকে নিজেদের শেষ ম্যাচে জমজমাট লড়াই শেষে প্রতিপক্ষ অ্যাঙ্গোলকে ৯ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। যারা কিনা আগের আসরের রানার্সআপ। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে আলবিসেলেস্তেরা। গ্রুপ ‘সি’ থেকে শেষ ষোলোতে গিয়েছে ইউক্রেন। ইতোমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হয় অ্যাঙ্গোলার। ম্যাচটিতে আর্জেন্টিনা ৯-৫ গোলে জয়লাভ করে। আর্জেন্টিনার হয়ে অ্যালান ব্র্যান্ডি হ্যাটট্রিকসহ ৫ গোল করেন, একটি করে গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো, লুকাস ত্রিপোদি, ক্যাভিন অ্যারিয়েটা ও ক্রিশ্চিয়ান বুরুতো। অ্যাঙ্গোলর হয়ে জো হ্যাটট্রিক করেন। একটি গোল করেন অ্যাডেরিটো আরেকটি গোল আসে আত্মঘাতী।

আর্জেন্টিনা প্রতিপক্ষে গোল মুখে ৪১টি শট করে, ১৭টি ছিল লক্ষ্যে রেখে ৯ গোল আদায় করে নেয়। অন্যদিকে অ্যাঙ্গোলা ৩১টি শট করে ১৬টি লক্ষ্যে রেখে ৫ গোল আদায় করে।

ম্যাচের ২ মিনিটের মধ্যে জোড়া গোল করে অ্যাঙ্গোলাকে লিড এনে দেন জো। এরপর ৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন অ্যালান ব্র্যান্ডি। ম্যাচের ১০ম মিনিটে অ্যাঙ্গোলার লিড ৩ এ নিয়ে যান জো। এরপর ১৩তম মিনিটে আর্জেন্টিনার হয় দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ান বুরুতো। ১৭ ও ১৮তম মিনিটে আলবিসেলেস্তেদের হয়ে আরও দুটি গোল করেন অ্যালান ব্র্যান্ডি ও ক্যাভিন অ্যারিয়েটা।

ম্যাচের ৩১তম মিনিটে আর্জেন্টিনার লুকাস ত্রিপোদি গোল করে আর্জেন্টিনার লিড ৫-৩ করেন। তবে দুই মিনিট পর আর্জেন্টিনার অ্যাঞ্জেল ক্লাউদিনো আত্মঘাতী গোল করে বসলে ম্যাচের রেজাল্ট গিয়ে দাঁড়ায় ৫-৪ এ। তবে এক মিনিট পর অ্যাঞ্জেল ক্লাউদিনো আরেকটি গোল করে আর্জেন্টিনার লিড ৬-৪ করেন। কিছুক্ষণ পর অ্যাঙ্গোলার হয়ে গোল করেন অ্যাডেরিটো। এতে ম্যাচের রেজাল্ট দাঁড়ায় ৬-৫ এ। কিন্তু এরপর ৩ মিনিটের মধ্যে তিন গোল করে বড় ব্যবধানে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন অ্যালান ব্র্যান্ডি।

২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

প্রসঙ্গত, ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত ১ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সবশেষ তারা শিরোপা ঘরে তুলেছিল ২০১৬ সালে। ৯ম আসরে তারা রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ